রাস্তাটি ভেঙে গিয়েছিল গত বর্ষায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চাঁদা তুলে সেই রাস্তা সংস্কার করেন এলাকাবাসী। অথচ সংস্কারের নাম করে সরকারি প্রকল্পের টাকার অর্ধেক তুলে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপীনপুরে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীর ভাষ্য, প্রায় আধা কিলোমিটার রাস্তাটি শহরগোপীনপুর থেকে মহিষেরচালা পর্যন্ত গেছে। সেটি বর্ষায় ভেঙে যাওয়ায় গ্রামবাসী মাস পাঁচেক আগে সংস্কারের উদ্যোগ নেন। বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলে তা দিয়ে কাজ করেন তারা।

ওই গ্রামের মো.

শাহজাহান বলেন, ‘আমরা ভেবেছিলাম, সরকার পরিবর্তনের কারণে হয়তো রাস্তার কাজ হবে না। প্রায় পাঁচ মাস আগে কয়েকজন মিলে বাড়ি বাড়ি ঘুরে টাকা তুলি। এ কাজে সঙ্গে রাখা হয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামকে। ৮৫ হাজার টাকায় পুরো রাস্তা সংস্কার করা হয়। মাটি ফেলা হয় প্রায় ৯০ ট্রাক।’

লোকজনের অভিযোগ, সংস্কার করা রাস্তাটির নামই ২০২৪-২৫ অর্থবছরে টিআর বরাদ্দের তালিকায় তুলে দেন ইউপি সদস্য শহিদুল ইসলাম। বরাদ্দ হয় ১ লাখ ৩০ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, প্রকল্পের সভাপতি হিসেবে ইউপি সদস্য শহিদুল ইসলাম ইতোমধ্যে প্রথম কিস্তির ৬৫ হাজার টাকা তুলে নেন। একই প্রকল্পে সম্পাদক দেখানো হয়েছে নাজমুল হাসানকে। তিনি নিজেও এ পদের বিষয়ে জানেন না। প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রকল্প বাস্তবায়ন কমিটির সব সদস্যের সই থাকা বাধ্যতামূলক। 

নাজমুল হাসান বলেন, ‘লোক মারফত জানতে পারি, আমি ওই প্রকল্পের সাধারণ সম্পাদক। কত টাকা বরাদ্দ, তা-ও জানিনা। কোথাও কোনো কাগজে সই করিনি। রাস্তায় দু-তিন ট্রাক মাটি ফেলে শাক দিয়ে মাছ ঢাকা হয়েছে। পাহাড়ি মাটি ফেলায় সামান্য বৃষ্টিতেই সেখানে কাদার সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।’ এ বিষয়ে তিনি ইউপি সদস্য শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি (শহিদুল) প্রকল্পটি নিয়ে ‘লাফালাফি’ করতে নিষেধ করেন।

এলাকাবাসীর সংস্কার করা রাস্তার নাম প্রকল্পের তালিকায় দিয়ে টাকা তোলায় বিষয় জানাজানি হলে গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বক্তব্য জানতে ইউপি সদস্য শহিদুল ইসলামের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ধরেননি। ধলাপাড়া ইউপির প্রশাসক বাহাউদ্দিন সারোয়ার রেজভীর দাবি, ‘এলাকাবাসী চাঁদা তুলে রাস্তা করেছেন, এ ধরনের কিছু আমার জানা নেই। সরেজমিন গিয়ে রাস্তায় মাটি ও বালু ফেলার প্রমাণ পাওয়া গেছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক বলেন, প্রকল্পের সভাপতিকে কাজ করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, যা মোট টাকার অর্ধেক। কাজের অগ্রগতি ও কাগজপত্র দেখে দ্বিতীয় কিস্তির টাকা ছাড় হবে। কাজে কোনো অনিয়ম থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স স ক র কর প রকল প র এল ক ব স

এছাড়াও পড়ুন:

টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের প্রভাব বললেই এত দিন শুধু নদী বা সমুদ্রসংলগ্ন গ্রামীণ জনপদের কথাই ভাবা হতো। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা প্রমাণ করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২২টি শহর ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও পানিসংকটের শিকার হয়ে হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে এসব শহরে আশ্রয় নিচ্ছেন। এতে উপকূলীয় নগরগুলো অতিরিক্ত জনচাপ, অবকাঠামোগত দুর্বলতা ও নাগরিক দুর্ভোগের এক নতুন সংকটে ডুবে যাচ্ছে।

সাতক্ষীরা বা খুলনার মতো শহরগুলোর বস্তিতে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষের জীবন জলবায়ু উদ্বাস্তুর ক্রমবর্ধমান ঢেউয়ের প্রতীক। ভিটেমাটি আর জীবিকা হারিয়ে একটু ভালো থাকার আশায় শহরে এসে তাঁরা দেখছেন, শহরের অবস্থাও ভালো নয়। সাতক্ষীরা পৌরসভায় লোকসংখ্যা এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে আর ৪৭টি বস্তি গড়ে উঠেছে কেবল গ্রাম থেকে আসা এ অসহায় মানুষগুলোর ভারে।

বুয়েটের গবেষকদের জার্নাল অব ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এসব উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গবেষণায় উঠে আসা ফলাফল স্পষ্ট করেছে যে জলবায়ু পরিবর্তনের প্রকৃত প্রভাব শুধু সংখ্যা দিয়ে নয়, মানুষের দৈনন্দিন জীবনের চরম ভোগান্তি দিয়েই পরিমাপ করতে হবে।

উপকূলীয় শহরগুলোর এ ঝুঁকির মূল কারণ বহুমুখী। প্রথমত, ভূগর্ভস্থ পানি ও কৃষিজমিতে লবণাক্ততা এতটাই বেড়েছে যে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। দ্বিতীয়ত, উপকূলের মানুষ দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে শহরে ভিড় করায় যানজট, বস্তি ও নাগরিক দুর্ভোগ বাড়ছে। বরিশাল শহরের রিকশাচালকদের বড় অংশই এর উদাহরণ। তৃতীয়ত, নদীভাঙন, খালের পলি ভরাট ও দুর্বল স্লুইসগেটের কারণে সামান্য বৃষ্টি বা জোয়ারেই শহরগুলো তলিয়ে যায়। মোরেলগঞ্জ বাজার দিনে দুবার পানির নিচে থাকে। চতুর্থত, কঠিন বর্জ্য সংগ্রহ ও পয়োনিষ্কাশনব্যবস্থার অভাব জলাবদ্ধতাকে দীর্ঘস্থায়ী করছে, যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করে।

একদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। অন্যদিকে উপকূলীয় শহরগুলোর এ দুর্বলতা টেকসই নগর অর্জনের পথে বড় বাধা। গবেষণায় চালনা, পাথরঘাটা, মোরেলগঞ্জ ও কুয়াকাটার মতো শহরগুলো ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের সমাধান খুঁজতে হবে।

সরকারকে জরুরি ভিত্তিতে বহুমাত্রিক কৌশল নিতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বসবাস উপযোগিতা খুঁজে বের করতে হবে। বিকল্প কৃষিব্যবস্থা ও পেশার সুযোগ তৈরি করতে হবে। জলবায়ু-সহনশীল জীবিকাব্যবস্থা উন্নয়ন, নগরে সঠিক বর্জ্য ও পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা এবং বেড়িবাঁধের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। কেবল তখনই এই শহরগুলো জলবায়ু উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে, অন্যথায় জননিরাপত্তা ও উন্নয়ন—দুটোই মুখ থুবড়ে পড়বে।

সম্পর্কিত নিবন্ধ

  • টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি