Samakal:
2025-09-24@19:06:34 GMT

গতি আর রোমাঞ্চের ‘এফ ওয়ান’

Published: 26th, June 2025 GMT

গতি আর রোমাঞ্চের ‘এফ ওয়ান’

ব্র‍্যাড পিট নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে রুপালি পর্দার সুদর্শন এক তারকার অবয়ব, যিনি হলিউডে সফল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসী জীবনযাপন বা সুন্দরী নায়িকাদের সঙ্গে সম্পর্কের সুবাদে সবসময়ই মিডিয়া বা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। গত তিন দশকে ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘ওশানস ট্রিলজি’, ‘ট্রয়’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘ওয়ার্ল্ড ওয়ার জিয়ে’র মতো বাণিজ্যিকধর্মী ছবির জন্য যেমন তিনি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন, ঠিক তেমনি ‘টোয়েলভ মাংকিস’, ‘বাবেল’, ‘দ্য ট্রি অব লাইফ’, ‘মানিবল’-এর মতো ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের সামর্থ্যটাও ভালোমতো প্রমাণ করেছেন। হলিউডের এই জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দীর্ঘসময় ধরে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে ছিলেন। এই সম্পর্কের ইতি টেনে এবার ‘এফ ওয়ান’ সিনেমায় ফিরছেন ব্র্যাড। এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে; যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালিয়ে সাধারণ জীবনযাপন করেন।

ত্রিশ বছর পর, তাঁর দীর্ঘদিনের বন্ধু ফর্মুলা ওয়ান দলের মালিক সনিকে রেসিংয়ে ফিরে আসতে এবং বিশ্বের সামনে আবারও তুলে ধরতে চান। শুরুতে রাজি না হলেও সনি বন্ধুর কথা মনে নেন। দলের নতুন ড্রাইভারের সঙ্গে গাড়ি চালিয়ে, সনি দ্রুতই শেখে যে মুক্তির রাস্তাটি তাঁর একা ভ্রমণ করার মতো নয়। মোটাদাগে এটিই এফ ওয়ান সিনেমার গল্প। ফর্মুলা ওয়ান বা এফ ওয়ান এই মৌসুমে বাড়তি চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটিকে নিশ্চিত গ্রীষ্মকালীন ব্লকবাস্টার বলে মনে করছেন। মনে হবেই না কেন। কারণ, কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার ট্রেলার দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়। শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট–দেখার অপেক্ষায় সবাই। এই সিনেমায় ব্র্যাড পিটের পাশাপাশি অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস, কেরি কনডন, হাভিয়ের বারডেম, ক্যালি কুওকোসহ আরও অনেকে। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্র মহলে আলোচনায় আসতে চলেছেন ব্র্যাড পিট। সিনেমার শুটিংয়ের সময় রেসিং কার চালানোর অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি জানান, রেসিং কার চালানোর সময় এক ধরনের শান্ত ও গভীর মনোযোগ অনুভব করতেন, যা আগে কখনও হয়নি। তবে বাস্তবে, রাস্তায় গাড়ি চালানোর সময় নিজেকে শান্ত রাখাটা তাঁর জন্য বেশ কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘যখন আমি ড্রাইভ করি, তখন মনে হয়, আমি যেন সবসময় রেস ট্র্যাকের মধ্যেই আছি। তাই শান্ত থাকার চেষ্টা করি। রাস্তার দৃশ্য উপভোগ করি।’ তবে অভিনেতা স্বীকার করেন, বাস্তবে শান্ত থাকাটা তাঁর জন্য বেশ কঠিন। এফ ওয়ান সিনেমার দৃশ্যধারণ হয়েছে হাঙ্গেরি, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, বেলজিয়াম, জাপান, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, ডেটোনা বিচ এবং নিউ স্মিরনা বিচে। সিনেমার ফ্লোরিডার রেসিং দৃশ্যগুলো শুট করা হয়েছিল ডেটোনা আন্তর্জাতিক স্পিডওয়ে এবং নিউ স্মিরনা বিচের পাপ্পাস ড্রাইভ-ইন ও ফ্যামিলি রেস্টুরেন্টে। এফ ওয়ান সিনেমার শুটিং শেষ হওয়ার পর ২০২৪ সালের মার্চে পাপ্পাস রেস্টুরেন্টটি একটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফর ম ল কর ছ ন

এছাড়াও পড়ুন:

হয়রানির অভিযোগে দক্ষিণ বনশ্রীতে প্লটমালিকদের মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ির মালিকদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বুধবার দুপুরে দক্ষিণ বনশ্রী মেইন রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও বাড়ির মালিকদের হয়রানি করছেন এবং নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তাঁরা দাবি করেন, খাল দখলের যে অভিযোগ সিটি করপোরেশন করছে, তা সঠিক নয়। কারণ, প্রায় ২৫ বছর আগে ইস্টার্ন হাউজিং জেলা প্রশাসকের সঙ্গে দলিল বিনিময়ের মাধ্যমে খালটি গ্রহণ করে প্লট তৈরি করে মালিকদের কাছে বিক্রি করে।

বক্তারা বলেন, রাজউক অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী তৈরি বাড়িগুলো অবৈধ হতে পারে না। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। অথচ সিটি করপোরেশন ওই দাবি যাচাই না করেই রাজউক নির্ধারিত সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করছে।

প্রতিবাদ সমাবেশে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত নিবন্ধ