মাত্র এক মাস আগেও ইনস্টাগ্রামে নিজের কোটি ভক্তকে রোনালদো বলেছিলেন, “এই অধ্যায় শেষ। গল্পটা, এখনো লেখা বাকি।” অনেকেই ভেবেছিলেন, সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার পথচলা বুঝি শেষ। কিন্তু বাস্তবতা হলো, নতুন করে চুক্তি নবায়ন করে সেই অধ্যায়ে তিনি যোগ করলেন আরেকটি রোমাঞ্চকর পর্ব।

বিশ্বজুড়ে অসংখ্য প্রস্তাব এলেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ সুপারস্টার থেকে গেলেন আল-নাসরেই। ট্রান্সফার বিশ্লেষক নিকোলো শিরার তথ্যমতে, রোনালদোর চুক্তি শেষ হওয়ার কথা ছিল এই গ্রীষ্মেই। তবে শেষমেশ সৌদি কর্তৃপক্ষ তার মতো একজন তারকাকে ধরে রাখতে সক্ষম হয়েছে।

গত মে মাসে তার ইনস্টাগ্রাম বার্তায় চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। শিরোনাম হয়েছিল—এটা তার শেষ মৌসুম। কিন্তু সৌদি প্রো লিগে সবচেয়ে বড় বিনিয়োগকারী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ব্যাপক আলোচনার পর তাকে রাজি করাতে সক্ষম হয়। রোনালদোকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিল আল-হিলাল ও আল-আহলির মতো ক্লাবগুলোও।

আরো পড়ুন:

কষ্টের জয়ে শেষ ষোলোতে ইন্টার, বরুসিয়াও নকআউট পর্বে

বার্ষিক বেতন ৪০ লাখ ডলার, রিয়াল ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ?

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদিতে পাড়ি জমানো এই তারকা এখন পর্যন্ত কোনো শিরোপা না জিতলেও ক্লাবটির সর্বোচ্চ তারকা হিসেবে ২০২৪-২৫ মৌসুমে ৪১ ম্যাচে ৩৫ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যদিও আল-নাসর টেবিলের তৃতীয় স্থানে শেষ করেছে। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও আলো ছড়িয়েছেন রোনালদো। নেশনস লিগে জার্মানি ও স্পেনের বিপক্ষে গোল করে নিজ দেশ পর্তুগালকে চ্যাম্পিয়ন বানান।

আর্থিক দিক থেকেও তিনি অনন্য। ফোর্বস-এর সর্বকালের সর্বোচ্চ আয় করা অ্যাথলেটদের তালিকায় শুধু ফ্লয়েড মে‌ওয়েদারের পেছনে আছেন রোনালদো। তার আল-নাসর চুক্তির আর্থিক মূল্য প্রতি সপ্তাহে প্রায় ৩.

৪ মিলিয়ন পাউন্ড, বছরে প্রায় ১৭৭ মিলিয়ন। এর মধ্যে ৬২ মিলিয়ন মূল বেতন, বাকি অংশ বাণিজ্যিক চুক্তি থেকে। তিনি হুপ, ভিডিও গেম ইউএফএল ও ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স-এর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।

এ যেন রোনালদোর ক্যারিয়ারের গল্পে নতুন মোড়। যেখানে “শেষ” বলে কিছুই নেই, শুধু পরিবর্তন আর অভিযাত্রার নামেই চলে রোনালদোর যাত্রা।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ