ছোট থেকেই গান করতেন রেহানা রাখি। এর সঙ্গে স্কুলে অভিনয়, উপস্থিত বক্তৃতাতেও তিনি ছিলেন পটু। যেকোনো প্রতিযোগিতায় তাঁর কাছ থেকে পুরস্কার কেউ নিতে পারত না। শৈশবের সেসব স্মৃতি হাতড়ে রাখি বলেন, ‘ছোটবেলা থেকে গায়ের রং কালো ছিল বলে মা আমাকে নিয়ে গান করত মার কালা চান মাই তোমারে গান শেখাব। মানুষ যখন ছোট থাকে, তখন কোনো স্বপ্ন থাকে না। মানুষ যখন বুঝতে শেখে, জানতে শেখে—কোনটা ভালো কোনটা খারাপ, তখন মানুষের স্বপ্ন তৈরি হয়। ঠিক এর ব্যতিক্রম আমিও ছিলাম না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার শুরু থেকেই স্কুলে গান করতাম। সব সময় গানের পুরস্কার পেতাম। উপস্থিত বক্তৃতাতেও খুব নাম করেছিলাম।’  

স্কুল পেরিয়ে যখন রাখি কলেজে, তখন তাঁর অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। তিনি ভাবতে থাকেন ছোট সময় তো ভালো অভিনয় করতাম, এখন যদি একটু অভিনয়ের সুযোগ পেতাম! ইশ, যদি টেলিভিশনে একটু দেখানো যেত। এই ভাবনা থেকেই রাখি অডিশন দেন সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায়। অডিশনে চট্টগ্রাম পর্বে ১১ জন মেয়ের মধ্যে ৬ নম্বর স্থান অর্জন করেছিলেন তিনি। এরপর তিনি পাড়ি জমান ঢাকায়। পরে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। নির্মাতা নজরুল কুরাইশীর ‘ব্ল্যাকমেল’ নাটক দিয়ে তাঁর অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়। প্রথমে ছোট ছোট চরিত্র দিয়ে শুরু করে পরে জনপ্রিয় অনেক নাটকে অভিনয় করেন তিনি।  
অভিনয় ক্যারিয়ার নিয়ে রাখি বলেন, ‘আমি কখনো নায়িকা হতে ঢাকা শহরে আসিনি। চেয়েছি আমি একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট হব। শুধু একটা চরিত্রের জন্য অনেকের কাছে অনুরোধ করতাম। এভাবে বেশ কিছু নাটকে অভিনয়ের সুযোগ পাই। লাইলীসহ আমার বেশ কিছু চরিত্র নিয়ে এখনো মানুষের ভালোবাসা পাই।’

রেহানা রাখি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করত ম

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ