বিডায় শিল্প প্রকল্প নিবন্ধন, বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিটসহ অন্য সেবা কীভাবে নেবেন
Published: 29th, June 2025 GMT
আপনার প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ করতে চাইছেন? তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে ভিসার সুপারিশ ও ওয়ার্ক পারমিট নিতে হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান–স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই এ জন্য আবেদন করতে পারবেন। ধাপে ধাপে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে।
বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি কর্মী নিয়োগ বা বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট অনুমোদন ও কাগজপত্র গ্রহণ করতে হয়। বিশেষ করে ভিসা সুপারিশ ও ওয়ার্ক পারমিটের মতো গুরুত্বপূর্ণ অনুমোদনগুলো এখন অনলাইনের মাধ্যমে সহজেই পাওয়া সম্ভব। বিডা পরিচালিত ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগকারীরা ঘরে বসেই এসব সেবার জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট রেজিস্ট্রেশন ও শাখা বা লিয়াজোঁ বা প্রতিনিধি অফিসের অনুমোদন বিষয়েও জানা যাবে এ প্রতিবেদন থেকে।
ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট রেজিস্ট্রেশন
ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট রেজিস্ট্রেশন বা শিল্প প্রকল্প নিবন্ধন পেতে হলে বিডার ওএসএস অ্যাকাউন্টে লগইন করে ‘বিডা রেজিস্ট্রেশন’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর যে আবেদন ফরমটি আসবে, তা ওএসএস প্ল্যাটফর্মে দেওয়া বেসিক ফরমের তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। নতুন আবেদন পূরণ করতে চাইলে ‘নিউ অ্যাপ্লিকেশন’ মেনুতে ক্লিক করতে হবে। আবেদন ফরম সফলভাবে পূরণের পর সাবমিট অপশনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে।
এ জন্য পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। আবেদন জমা দেওয়ার আগে আপনাকে পেমেন্ট নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট আবেদনটি বিডা কর্তৃক অনুমোদনের পর আপনি ওএসএসে থাকা আপনার অ্যাকাউন্ট থেকে শিল্প প্রকল্প নিবন্ধনের সনদটি সংগ্রহ ও ডাউনলোড করতে পারবেন।
শাখা বা লিয়াজোঁ বা প্রতিনিধি অফিস অনুমোদন
বিনিয়োগকারীরা বিডা থেকে বাংলাদেশে তাঁদের শাখা (ব্রাঞ্চ) বা লিয়াজোঁ বা প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) অফিসের অনুমোদন নিতে পারবেন। বিডার ওএসএস সিস্টেম থেকে এ অনুমোদনের আবেদন করতে হবে।
এ জন্য প্রথমে ওএসএস অ্যাকাউন্টে লগইন করে ‘অফিস পারমিশন’ মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে শাখা বা লিয়াজোঁ বা প্রতিনিধি অফিস খোলা, সময় বাড়ানো, পরিবর্তন বা বাতিল করার জন্য আবেদন করা যাবে। ‘নিউ অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে বিস্তারিত আবেদন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব ঘর পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিনিয়োগকারীরা ড্যাশবোর্ডে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। বিডা কর্তৃক অনুমোদনের পর অনুমোদনপত্র ড্যাশবোর্ডে দেখা যাবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
ওয়ার্ক পারমিট
বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের জন্যও বিডাতে আবেদন করতে হবে। এ জন্য বিডার ওএসএস প্ল্যাটফর্মে লগইন করে ‘ওয়ার্ক পারমিট’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর একটি আবেদন ফরম আসবে, যা আগে জমা দেওয়া বেসিক ফরমের তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। বিনিয়োগকারীরা নতুন ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিটের সময় বৃদ্ধি, সংশোধন বা বাতিলের জন্য আবেদন করতে পারবেন।
যদি আবেদন অসম্পূর্ণ হয় অথবা তাতে ভুল তথ্য বা ভুয়া নথি থাকে, তাহলে বিডার প্রতিনিধি আবেদন গ্রহণে অস্বীকৃতি জানাতে পারবেন এবং আবেদনকারীকে সে বিষয়ে অবহিত করা হবে। আর সব ঠিক থাকলে ওএসএসের ড্যাশবোর্ড থেকে আবেদনকারী ব্যক্তি তাঁর আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
ভিসা সুপারিশ
বাংলাদেশে কাজ করা বিদেশি কর্মীদের জন্য ভিসা সুপারিশ পেতে বিডায় আবেদন করতে হয়। এ জন্য বিডার ওএসএস অ্যাকাউন্টে লগইন করে ‘ভিসা রিকমেন্ডেশন’ মেনুতে ক্লিক করুন। এরপর ওএসএসে আগে দেওয়া বেসিক ফরম অনুযায়ী আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
কর্মীদের জন্য পাঁচ ধরনের ভিসার সুপারিশ করা যায়। এগুলো হচ্ছে ই টাইপ, পিআই টাইপ, ই১ টাইপ, এথ্রি টাইপ ও অন অ্যারাইভাল ভিসা। বিনিয়োগকারীরা এর মধ্য থেকে যেটি প্রয়োজন, সেটির সুপারিশের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভিসা সুপারিশের পাশাপাশি ভিসা সুপারিশ সংশোধনের জন্যও আবেদন করা যাবে।
আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই ভিসার ধরন নিশ্চিত করতে হবে। তারপর ‘অ্যাগ্রি’ অপশনে টিক দিয়ে আবেদন ফরমটি খুলতে হবে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পরে তা ড্যাশবোর্ডে দেখা যাবে। আবেদন অসম্পূর্ণ থাকলে আপনি আবেদনটি সম্পাদনা করে আবার জমা দিতে পারবেন।
জমা দেওয়ার আগে অবশ্যই সেবা ফি প্রদান করতে হবে। ফি দেওয়ার পরেই কেবল আবেদনটি সফলভাবে জমা হবে। বিডা ভিসা সুপারিশ অনুমোদন করলে ইলেকট্রনিকভাবে তৈরি সার্টিফিকেট ব্যবহারকারীর অ্যাকাউন্টে পাঠানো হবে। একই সঙ্গে ই–মেইলেও সেটি পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম অ য ক উন ট ক ল ক করত ক ল ক কর এ জন য প রব ন ন করত
এছাড়াও পড়ুন:
মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।
আরো পড়ুন:
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়
তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।
দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।
কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।
এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ঢাকা/আমিনুল