দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সম্পন্ন করতে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পরিবর্তে একটা নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয়। যেখানে কোনো একজন ব্যক্তির কর্তৃত্ব থাকবে না। এর সঙ্গে দুই–তিনটি রাজনৈতিক দল ছাড়া এবি পার্টিসহ সবাই একমত হয়েছে। ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে আরেকবার বিষয়টি ভেবে দেখতে বলেছে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনার বিরতিতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের এ কথা বলেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগগুলো একজনের হাতে ন্যস্ত থাকার কারণে গত ১৬ বছরে অনেক জটিলতা তৈরি হয়। রাষ্ট্র একজন ব্যক্তি কিংবা একটি দলকেন্দ্রিক হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে ঐকমত্য কমিশন এই প্রস্তাব দিয়েছে।

এক ব্যক্তি কিংবা এক দলের কাছে ক্ষমতা কুক্ষিগত থাকার ফলে কীভাবে ফ্যাসিবাদের জন্ম হয়, তা গত ১৬ বছরের শাসনামল দেখিয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা না নিই এবং জুলাইকে স্মরণে না রাখি তাহলে একই ভুল আবার হবে। একই ঘাটে আমাদের আবার পতিত হতে হবে। আবার গণ–অভ্যুত্থানের জন্য মানুষকে রাস্তায় নামতে হবে।’

ফুয়াদ বলেন, ‘এ জন্য আমরা বলেছি যে এ বিষয়গুলোতে যত তাড়াতাড়ি ঐক্য হবে, জুলাই সনদটি তত তাড়াতাড়ি হবে। রাজনৈতিক দলগুলো যত দেরিতে ঐকমত্যে পৌঁছাবে, জুলাই সনদ হতে তত সময় লাগবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক

এছাড়াও পড়ুন:

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে ইতিমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী কী পান।

১. নগদ টাকা

মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি।

মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘১৫ হাজার সেফটিপিন শাড়িতে লাগালেও, তারা খুঁত বের করবে’
  • এপস্টেইনের নথি প্রকাশের পক্ষে হঠাৎ কেন অবস্থান নিলেন ট্রাম্প
  • এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ী কারা, কীসের ব্যবসা তাঁদের
  • করদাতা মারা গেলেও যে কারণে কর দিতে হয়, কীভাবে দেওয়া হয়
  • ৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স
  • সফল নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণের অর্ধেকপথ পার করা সম্ভব হবে: মান্না
  • কী হবে যদি গণভোটে ‘না’ জয়ী হয়
  • প্রধান উপদেষ্টার ভাষণ জাতির সঙ্গে প্রতারণা: বাম জোট
  • ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখতে বামপন্থি সরকার গড়তে হবে: সেলিম
  • জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোন দলের দাবি কতটা রাখা হলো