চট্টগ্রামের পটিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের অনুকূল ঠাকুর সংলগ্ন ধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত নন্দী রংপুর জেলার সঞ্জয় নন্দীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় মা–বাবার সঙ্গে বসবাস করে আসছিলেন। চার দিন আগে তিনি বেড়াতে আসেন মধ্যম হাইদগাঁওয়ের বটতল এলাকার নানা বিমল সেনের বাড়িতে।

স্থানীয় পল্লিচিকিৎসক সঞ্জয় সেন জানান, বেলা একটার দিকে শান্ত তাঁর মামাতো ভাই ও স্থানীয় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। সবার সঙ্গে সাঁতার কেটে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় শান্ত মাঝপথে তলিয়ে যান।

গোসল শেষে সবাই ঘরে ফিরলেও শান্ত না ফেরায় সন্দেহ জাগে। পরে তাঁর বন্ধুরা পুকুরপাড়ে গিয়ে তাঁর কাপড়চোপড় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুকুরে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এরপর দ্রুত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রনজিত কুমার চৌধুরী। তিনি বলেন, তাঁরা প্রতিদিনের মতো পুকুরে গোসল করতে যান। গোসল শেষে দুজন বন্ধু অন্য পারে পৌঁছালেও শান্ত পারেননি। পরে তাঁর খোঁজ শুরু হলে পুকুরেই পাওয়া যায় তাঁকে।

পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ নুরুল আবছার বলেন, আজ বেলা দুইটার দিকে শান্ত নামের এক তরুণকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মো.

আসিফ তাঁকে মৃত ঘোষণা করেন।

শান্তর মামাতো ভাই সুভাষ সেন জানান, শান্ত নন্দী এ বছর চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

এই দুর্ঘটনায় শান্ত নন্দীর পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, একটি আনন্দঘন বেড়ানোর মুহূর্ত কীভাবে বিষাদে পরিণত হলো, তা বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ন ত নন দ

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ