চট্টগ্রামের পটিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের অনুকূল ঠাকুর সংলগ্ন ধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত নন্দী রংপুর জেলার সঞ্জয় নন্দীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় মা–বাবার সঙ্গে বসবাস করে আসছিলেন। চার দিন আগে তিনি বেড়াতে আসেন মধ্যম হাইদগাঁওয়ের বটতল এলাকার নানা বিমল সেনের বাড়িতে।

স্থানীয় পল্লিচিকিৎসক সঞ্জয় সেন জানান, বেলা একটার দিকে শান্ত তাঁর মামাতো ভাই ও স্থানীয় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। সবার সঙ্গে সাঁতার কেটে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় শান্ত মাঝপথে তলিয়ে যান।

গোসল শেষে সবাই ঘরে ফিরলেও শান্ত না ফেরায় সন্দেহ জাগে। পরে তাঁর বন্ধুরা পুকুরপাড়ে গিয়ে তাঁর কাপড়চোপড় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুকুরে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এরপর দ্রুত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রনজিত কুমার চৌধুরী। তিনি বলেন, তাঁরা প্রতিদিনের মতো পুকুরে গোসল করতে যান। গোসল শেষে দুজন বন্ধু অন্য পারে পৌঁছালেও শান্ত পারেননি। পরে তাঁর খোঁজ শুরু হলে পুকুরেই পাওয়া যায় তাঁকে।

পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ নুরুল আবছার বলেন, আজ বেলা দুইটার দিকে শান্ত নামের এক তরুণকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মো.

আসিফ তাঁকে মৃত ঘোষণা করেন।

শান্তর মামাতো ভাই সুভাষ সেন জানান, শান্ত নন্দী এ বছর চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

এই দুর্ঘটনায় শান্ত নন্দীর পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, একটি আনন্দঘন বেড়ানোর মুহূর্ত কীভাবে বিষাদে পরিণত হলো, তা বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ন ত নন দ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ