অর্থনীতির গতি ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: মির্জা ফখরুল
Published: 30th, June 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির গতি ফেরাতে দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায় সে লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে।
সোমবার বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণে বিএনপি বেসরকারি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।
স্বাক্ষাতকালে আসন্ন এফবিসিসিআই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে শওকত আজিজ রাসেল বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার উত্তরণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে ব্যবসায়ীরা বিএনপিকে যথাসম্ভব সহায়তা করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ সরক র
এছাড়াও পড়ুন:
স্বামী দ্বিতীয় বিয়ে করা নিয়ে বিতণ্ডা, কুপিয়ে হত্যার অভিযোগে প্রথম স্ত্রী আটক
ফেনীতে দ্বিতীয় বিয়ে নিয়ে কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর দাগনভূঞার পৌর এলাকার জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি একই গ্রামের গফুর ভান্ডারি বাড়ির আবদুল গফুরের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। আটক স্ত্রীর নাম খালেদা ইয়াসমিন (৩৮)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, ২০ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে খালেদা ইয়াসমিনের বিয়ে হয়ছিল। তাঁদের এক ছেলে রয়েছে। তবে গত কয়েক মাস আগে নারায়ণগঞ্জ জেলায় আরেকটি বিয়ে করেন আলমগীর। এসব নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে আলমগীর বাড়িতে আসেন। এরপর আজ দুপুরে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে বিতণ্ডা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইয়াসমিন তাঁর স্বামীকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা ঘরের শৌচাগারের ভেতর আলমগীরের মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
জানতে চাইলে নিহত ব্যক্তির ছেলে কামরুল ইসলাম (১৬) প্রথম আলোকে বলে, নতুন বিয়ে করার পর তাঁর বাবা তাঁদের ভরণপোষণ দিতেন না। এ ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। দুপুরের দিকে খবর পেয়ে বাড়িতে আসেন।
জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।