অর্থনীতির গতি ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: মির্জা ফখরুল
Published: 30th, June 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির গতি ফেরাতে দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায় সে লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে।
সোমবার বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণে বিএনপি বেসরকারি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।
স্বাক্ষাতকালে আসন্ন এফবিসিসিআই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে শওকত আজিজ রাসেল বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার উত্তরণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে ব্যবসায়ীরা বিএনপিকে যথাসম্ভব সহায়তা করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ সরক র
এছাড়াও পড়ুন:
কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ডিবি পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করেছে।
আরো পড়ুন:
রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্য বরখাস্ত
ফেনীতে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, “আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে ডিবি পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে পাঠাব।”
ঢাকা/নূর/মাসুদ