আল হিলাল ৪ : ৩ ম্যান সিটি 

রাতের ম্যাচে ইন্টার মিলানকে বিদায় করে অঘটনের জন্ম দিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর এবার ফ্লুমিনেন্সের দেখানো পথে হেঁটে আরেকটি অঘটনের জন্ম দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। উত্থান–পতনের অবিশ্বাস্য এক লড়াইয়ের পর ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা।

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল আউট করে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে নেপাল হারানোর পর অনেকেই বলেছিলেন, স্রেফ একটি ক্রিকেটীয় অঘটন। অথচ একদিনের ব্যবধানেই সেই ভাবনাকে পুরোপুরি পাল্টে দিল এশিয়ার ষষ্ঠ পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনায় থাকা নেপাল।

মেঘালয়ের দেশটি ওয়েস্ট ইন্ডিজকে এবার ৮৩ রানে অলআউট করে জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। নেপালের ক্রিকেট ইতিহাসে যা নিঃসন্দেহে সবচাইতে বড় অর্জন। তাদের উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়ল। অবিস্মরণীয় সিরিজ জয়ে আইসিসির সহযোগী দেশ নেপাল প্রমাণ করল কোন অঘটন তারা ঘটায়নি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা। জয় পায় ৯০ রানে।

নেপালের হয়ে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন  আসিফ। ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা। তাদের দুই জনের ব্যাটেই বড় সংগ্রহ পায় নেপাল। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান।

স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একটুও ভালো হয়নি। রান তাড়ায় নিয়মিত উইকেট হারায় তারা । প্রথম ৫ ওভারে ক্যারিবিয়ানরা করতে পারে কেবল ৭ রান। প্রথম বাউন্ডারি পায় ৩৪ বলে। সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোলডার।

বল হাতে নেপালের সফলতম বোলার মোহাম্মাদ আদিল। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী পেসার। ১৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার কুশাল ভুর্তেল। একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ।

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল আউট করে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়