ম্যানসিটির স্বপ্নভঙ্গের রাত, ইতিহাস গড়ে শেষ আটে আল-হিলাল
Published: 1st, July 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপের উজ্জ্বল মঞ্চে আবারও চমক! দুই বছর আগে ইউরোপ সেরার সিংহাসনে বসা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন গল্প লিখে ফেলল সৌদি ক্লাব আল-হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে ৪-৩ গোলে পরাস্ত করে একমাত্র এশিয়ান ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালের দ্বার ছুঁয়ে ফেলল তারা।
যেখানে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে ১৩ গোল করে প্রতিপক্ষদের চূর্ণ করে এসেছিল সিটি, সেখানে এক অবিচল সাহস আর সংগঠনের নির্ভরতায় সেই স্রোত থামিয়ে দিলো এক দল মরুভূমির যোদ্ধা। এই জয় শুধু শেষ আটের টিকিটই নয়, বরং এক ঐতিহাসিক মাইলফলক। ইউরোপের ক্লাবকে হারিয়ে জয়ী প্রথম এশিয়ান ক্লাব এখন আল-হিলাল।
প্রথমার্ধেই সিটি যেন জানান দেয় কেন তারা চ্যাম্পিয়ন দল। মাত্র নবম মিনিটেই বার্নার্ডো সিলভার নিখুঁত শটে এগিয়ে যায় তারা। আক্রমণে সিটি ছিল আগুনের মতো ক্ষিপ্র, কিন্তু গোলবারের নিচে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন ইয়াসিন বুনো। তার ১০টি দুর্দান্ত সেভ যেন ম্যাচের ছন্দ পাল্টে দেয়।
আরো পড়ুন:
হেরেও মাথা উঁচু মেসির, ‘আমরা চেষ্টা করেছি, গর্বিতভাবে ফিরছি’
ব্রাজিলিয়ান আগুন নিভিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন নবজীবন পায় আল-হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলেই সমতায় ফেরে তারা। এরপর ৫২ মিনিটে মালকমের গোলে আল-হিলাল উঠে দাঁড়ায়। কিন্তু এই উৎসবে পানি ঢালেন হালান্ড। ৫৫ মিনিটে গোল করে ফের নিয়ে আসেন সমতা।
৯০ মিনিটে দুই দল সমানে সমান। খেলা গড়ায় অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর উত্তাপে। ৯৪ মিনিটে কুলিবালির হেডে ফের এগিয়ে যায় আল-হিলাল। ১০৪ মিনিটে আবার ফিরে আসে সিটি, ফোডেনের দুর্দান্ত গোল যেন জাগায় আশার আলো।
তবে রাতটা ছিল লিওনার্দোর। ১১২ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। গ্যালারিতে তখন সৌদি সমর্থকদের উল্লাস, চোখে জল; এ যেন শুধু এক ম্যাচ নয়, এক বিস্ময়কর স্বপ্নপূরণ!
এই ঐতিহাসিক জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে এখন আল-হিলালের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যারা ইতোমধ্যে ইউরোপের রানার্স-আপ ইন্টার মিলানকে হারিয়ে এসেছে।
শুক্রবার রাত ১টায় দুই মহাদেশ, দুই সংস্কৃতি এবং দুই ফুটবল দর্শনের মাঝে হবে এক অনন্য দ্বৈরথ। এশিয়ার মরু আর লাতিন আগুনের যুদ্ধে কে হাসবে শেষ হাসি?
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আল হ ল ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।