ম্যানসিটির স্বপ্নভঙ্গের রাত, ইতিহাস গড়ে শেষ আটে আল-হিলাল
Published: 1st, July 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপের উজ্জ্বল মঞ্চে আবারও চমক! দুই বছর আগে ইউরোপ সেরার সিংহাসনে বসা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন গল্প লিখে ফেলল সৌদি ক্লাব আল-হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে ৪-৩ গোলে পরাস্ত করে একমাত্র এশিয়ান ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালের দ্বার ছুঁয়ে ফেলল তারা।
যেখানে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে ১৩ গোল করে প্রতিপক্ষদের চূর্ণ করে এসেছিল সিটি, সেখানে এক অবিচল সাহস আর সংগঠনের নির্ভরতায় সেই স্রোত থামিয়ে দিলো এক দল মরুভূমির যোদ্ধা। এই জয় শুধু শেষ আটের টিকিটই নয়, বরং এক ঐতিহাসিক মাইলফলক। ইউরোপের ক্লাবকে হারিয়ে জয়ী প্রথম এশিয়ান ক্লাব এখন আল-হিলাল।
প্রথমার্ধেই সিটি যেন জানান দেয় কেন তারা চ্যাম্পিয়ন দল। মাত্র নবম মিনিটেই বার্নার্ডো সিলভার নিখুঁত শটে এগিয়ে যায় তারা। আক্রমণে সিটি ছিল আগুনের মতো ক্ষিপ্র, কিন্তু গোলবারের নিচে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন ইয়াসিন বুনো। তার ১০টি দুর্দান্ত সেভ যেন ম্যাচের ছন্দ পাল্টে দেয়।
আরো পড়ুন:
হেরেও মাথা উঁচু মেসির, ‘আমরা চেষ্টা করেছি, গর্বিতভাবে ফিরছি’
ব্রাজিলিয়ান আগুন নিভিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন নবজীবন পায় আল-হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলেই সমতায় ফেরে তারা। এরপর ৫২ মিনিটে মালকমের গোলে আল-হিলাল উঠে দাঁড়ায়। কিন্তু এই উৎসবে পানি ঢালেন হালান্ড। ৫৫ মিনিটে গোল করে ফের নিয়ে আসেন সমতা।
৯০ মিনিটে দুই দল সমানে সমান। খেলা গড়ায় অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর উত্তাপে। ৯৪ মিনিটে কুলিবালির হেডে ফের এগিয়ে যায় আল-হিলাল। ১০৪ মিনিটে আবার ফিরে আসে সিটি, ফোডেনের দুর্দান্ত গোল যেন জাগায় আশার আলো।
তবে রাতটা ছিল লিওনার্দোর। ১১২ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। গ্যালারিতে তখন সৌদি সমর্থকদের উল্লাস, চোখে জল; এ যেন শুধু এক ম্যাচ নয়, এক বিস্ময়কর স্বপ্নপূরণ!
এই ঐতিহাসিক জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে এখন আল-হিলালের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যারা ইতোমধ্যে ইউরোপের রানার্স-আপ ইন্টার মিলানকে হারিয়ে এসেছে।
শুক্রবার রাত ১টায় দুই মহাদেশ, দুই সংস্কৃতি এবং দুই ফুটবল দর্শনের মাঝে হবে এক অনন্য দ্বৈরথ। এশিয়ার মরু আর লাতিন আগুনের যুদ্ধে কে হাসবে শেষ হাসি?
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আল হ ল ল
এছাড়াও পড়ুন:
ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত দিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
আরও পড়ুনফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনূস ও তারেক১৩ জুন ২০২৫এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
আরও পড়ুনপ্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক২৬ জুন ২০২৫