সিটিকে বিদায় করে রোনালদোর দাবিকে সত্য প্রমাণ করল আল হিলাল
Published: 1st, July 2025 GMT
সৌদি প্রো লিগ সত্যিই বিশ্বের শীর্ষ পাঁচ লিগের কাতারে উঠে এসেছে কি না, তা আরও গভীর গবেষণার বিষয়। তারকা, আয়-ব্যয়, জনপ্রিয়তা ও প্রতিদ্বন্দ্বিতা—এসব বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারপর হয়তো সিদ্ধান্তে আসতে হবে। সেটা না হয় ছেড়ে দেওয়া হলো সময়ের হাতে। আপাতত ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দাবিকেই তো সত্য প্রমাণ করল আল হিলাল!
আরও পড়ুনঅবিশ্বাস্য লড়াইয়ে ম্যান সিটিকে বিদায় করে আল হিলালের ইতিহাস ৩ ঘণ্টা আগেপরশু প্রো লিগের দল আল নাসরের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে রোনালদোর সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে আল নাসর তারকা দাবি করেন, ‘আমার বিশ্বাস, এরই মধ্যে আমরা শীর্ষ পাঁচে (বিশ্বের সেরা পাঁচ লিগ) আছি।’ নিজের দাবির পক্ষে রোনালদো জোর দিয়ে বলেন, ‘নিজের কথায় আমার শতভাগ আস্থা আছে। যাঁরা এই লিগে খেলেন, তাঁরা আমার কথার অর্থ বুঝতে পারবেন।’
প্রো লিগেরই দল আল হিলাল যেন রোনালদোর মুখের কথা মাটিতেও পড়তে দিল না! বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। এটুকু পড়ে কিংবা জেনে কিছু বিষয় ভাবার আছে। তবে সেই ভাবনা ভাবার আগে এটাও জেনে রাখুন, ম্যান সিটির হারের পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র একটি প্রতিবেদনের শিরোনাম, ‘কে এখন রোনালদোর কাছে ক্ষমা চাইবে?’ মানে, রোনালদোর অমন মন্তব্যের পর নিশ্চয়ই তাঁর সমালোচনা হয়েছে। কিন্তু আল হিলাল তাঁর দাবির সমর্থনে বড় একটি ম্যাচ জেতায় সেসব সমালোচনা এখন তো গিলতে হবে!
ভাবনার বিষয় হলো, সিটি শুধু ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ মৌসুমের মধ্যে সিটি ছয়বারের চ্যাম্পিয়ন। এর মধ্যে টানা চারবার শিরোপা জয়ের নজিরও আছে একবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। গত মৌসুমটা তাদের ভালো না কাটলেও সব মিলিয়ে সিটি এই মুহূর্তেও বিশ্বের সেরা তিনটি দলের একটি। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, যাদের স্কোয়াডের মোট দাম প্রায় ৭৯ কোটি ২৫ লাখ পাউন্ড (প্রায় ১৩ হাজার ৩২৬ কোটি টাকা)। আল হিলালের স্কোয়াড মূল্য ১৫ কোটি ৯৪ লাখ ইউরো (প্রায় ২ হাজার ২৯৪ কোটি টাকা)।
আরও পড়ুনআবারও ব্রাজিলিয়ান ক্লাবের জাদু, এবার বিদায় ইন্টার মিলানের৪ ঘণ্টা আগেএশিয়ান চ্যাম্পিয়নস লিগ কিংবা সৌদি লিগ রেকর্ড সংখ্যকবার জিতলেও শুধু দামে নয়, ধারে-ভারে কোনো দিক থেকেই সিটির সঙ্গে গত মৌসুমে প্রো লিগে দ্বিতীয় হওয়া আল হিলালের তুলনা চলে না। কিন্তু ফুটবল কখনো কখনো খুব শক্তিশালী দলকেও মাটিতে নামিয়ে আনে। অরল্যান্ডোয় শুধু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল আল হিলাল। এরপর অতিরিক্ত সময় পর্যন্ত সিটির সঙ্গে টক্কর দিয়েই চার গোল করে জয় তুলে নেয় সৌদি ক্লাবটি।
এই হারের কারণ হিসেবে আল হিলালের প্রতি আক্রমণের সঙ্গে পাল্লা দিতে না পারাকে দুষেছেন সিটির অধিনায়ক ও মিডফিল্ডার বের্নার্দো সিলভা, ‘আমরা তিন গোল করেছি। পাঁচ-ছয় গোলও করতে পারতাম। আসল ব্যাপারটা হলো বল হারানোর পর সবকিছু নিয়ন্ত্রণে রাখা। তাদের দৌড়াতে দেওয়া যাবে না। কিন্তু তারা অনেকবারই দৌড়েছে এবং যখন আমরা এভাবে প্রতিপক্ষকে দৌড়াতে দিই, তখনই প্রচুর ভুগতে হয়, যেটা আজ ঘটেছে।’
হারের পর আল হিলালের খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাচ্ছেন সিটি কোচ পেপ গার্দিওলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল হ ল ল র ল আল হ ল ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।