আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ দিতে এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদুল আজহা রেমিট্যান্স ক্যাম্পেইন-২০২৫ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। 

বুধবার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তাকে পুরস্কার দেন।

মো.

রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সব সময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরো উৎসাহিত করবে।” 
ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মো. আবদুল্লাহ, ফেনী শাখার আমেনা আক্তার সুলতানা ও যাত্রাবাড়ী শাখার মো. মাসুকুর রহমান এবং বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মো. ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. কায়সার খান ও নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মো. আশরাফুল আলম পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র প রব স ইসল ম

এছাড়াও পড়ুন:

দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি বাস (মিনিবাস) সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল নামক স্থানে যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে।

এতে কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন:

ছেলের খাবার পৌঁছে দিতে গিয়ে লাশ হলেন বাবা

আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ইসমাইল

জানা যায়, শিক্ষকবাহী বাসটি এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “দূর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও চালক নজরুল ইসলামও রয়েছেন।”

তিনি বলেন, “তাদের প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ