ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট
Published: 3rd, July 2025 GMT
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।
সম্প্রতি ফলকার টুর্ক দক্ষিণ আমেরিকার দেশটিতে নির্বিচার গ্রেপ্তার, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সমালোচনায় সরব হন। এরপরই তাঁকে ভেনেজুয়েলার পার্লামেন্ট ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে টুর্ক এসব অভিযোগ তুললে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তা প্রত্যাখ্যান করে।
এর আগে ভেনেজুয়েলা অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ভেনেজুয়েলার লোকজনের অধিকার রক্ষায় ফলকার টুর্ক ব্যর্থ হয়েছেন। পাশাপাশি মার্কিন অভিবাসন প্রক্রিয়ার কারণে বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়া ভেনেজুয়েলার শিশুদের ফেরত পাঠানোরও আহ্বান জানায় মাদুরো সরকার।
এ বিষয়ে ফলকার টুর্কের দপ্তর থেকে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণার কোনো তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব নেই। অতীতেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সা’ব সরকারবিরোধী রাজনৈতিকদের আটকের বিষয়টি সবসময় অস্বীকার করে আসছেন। তিনি গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ফলকার টুর্কের অবস্থানেরও সমালোচনা করে আসছেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফলক র ট র ক ম নব ধ ক র অব ঞ ছ ত
এছাড়াও পড়ুন:
৫ রানে নেই ৭ উইকেট, তবু রেকর্ডটা বাংলাদেশের নয়
কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ১০০ রান উঠেছিল মাত্র ১৬.২ ওভারে, উইকেট পড়েছিল মাত্র ১টি। তানজিদ হাসান খেলছিলেন দারুণ। নাজমুল হোসেন রানআউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল। তারপর যেন সব উল্টে গেল।
২৭ বলের মধ্যে ৫ রানে নেই বাংলাদেশের ৭ উইকেট! ১০০/১ থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ ১০৫/৮। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটিই। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড এটি নয়।
ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে ৭ উইকেটের ধস আছে মাত্র একটি। ২০০৮ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১২৪/৩ থেকে অলআউট হয়েছিল ১২৭ রানে—শেষ ৭ উইকেট হারিয়েছিল ৩ রানে।
২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৮ রানে শেষ ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ