ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট
Published: 3rd, July 2025 GMT
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।
সম্প্রতি ফলকার টুর্ক দক্ষিণ আমেরিকার দেশটিতে নির্বিচার গ্রেপ্তার, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সমালোচনায় সরব হন। এরপরই তাঁকে ভেনেজুয়েলার পার্লামেন্ট ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে টুর্ক এসব অভিযোগ তুললে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তা প্রত্যাখ্যান করে।
এর আগে ভেনেজুয়েলা অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ভেনেজুয়েলার লোকজনের অধিকার রক্ষায় ফলকার টুর্ক ব্যর্থ হয়েছেন। পাশাপাশি মার্কিন অভিবাসন প্রক্রিয়ার কারণে বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়া ভেনেজুয়েলার শিশুদের ফেরত পাঠানোরও আহ্বান জানায় মাদুরো সরকার।
এ বিষয়ে ফলকার টুর্কের দপ্তর থেকে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণার কোনো তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব নেই। অতীতেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সা’ব সরকারবিরোধী রাজনৈতিকদের আটকের বিষয়টি সবসময় অস্বীকার করে আসছেন। তিনি গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ফলকার টুর্কের অবস্থানেরও সমালোচনা করে আসছেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফলক র ট র ক ম নব ধ ক র অব ঞ ছ ত
এছাড়াও পড়ুন:
ওয়েস্টিনে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসব শুরু
সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’। ২০ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত গুলশান-২-এ লেভেল-২–এ অবস্থিত হোটেলের সারা দিনের ডাইনিং রেস্টুরেন্ট ‘সিজনাল টেস্টস’-এ অতিথিরা উপভোগ করতে পারবেন আরব ও মধ্যপ্রাচ্যের আসল স্বাদ, ঐতিহ্য এবং বৈচিত্র্যময় রন্ধনশৈলী।
ফেস্টিভ্যালটির উদ্বোধন হয় ১৯ নভেম্বর দ্য ওয়েস্টিন ঢাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি আল-বালুশি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আলহামুদি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইনিশিয়েটিভস নাফিস রাইহান এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্তেফান ম্যাসে। ফেস্টিভ্যালের রিবন কাটিংয়ে অংশ নেন অতিথিবৃন্দ, প্রবাসী শেফ এবং হোটেলের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। পরে অতিথিদের জন্য স্বাক্ষর খাবারের বিশেষ টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল শেফ রিমুন ওবাইদ, শেফ সাঈত দুরসুন, শেফ স্বপন রোজারিও এবং তাঁদের টিমের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে আরব বিশ্বের নানা অঞ্চলের স্বাদে ভরপুর মেনু। ঢাকায় প্রথমবারের মতো অতিথিরা বিশেষ শেফদের প্রস্তুতকৃত উটের মাংসের পদ—হোল লেগ অব ক্যামেল কুজি, ক্যামেল স্ট্যু, নিহারি, পোলাও, তাজিন, সুলতান’স ক্যামেল মাজবুস এবং ক্যামেল মিল্ক উম আলি উপভোগ করার সুযোগ পাবেন। আরও থাকছে ল্যাম্ব কাবসা, চিকেন মান্দি, হোল ফিশ তাজিন, কোফতা কাবাব, মেজেজ প্ল্যাটার, দোনার কাবাব, শাওয়ারমা, বকলাভা, উম আলি ও কুনাফাসহ জনপ্রিয় আরবীয় খাবার ও মিষ্টান্ন। পরিবেশ সাজানো হয়েছে আরবীয় আবহে, সঙ্গে থাকবে লাইভ কুকিং স্টেশন এবং অতিথি আগমনে কমপ্লিমেন্টারি কাহওয়া ও বিশেষ ওয়েলকাম ড্রিংকস।
‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান