পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির টিউবওয়েলের (নলকূপ) নালা সংযুক্ত গর্তের পানিতে ডুবে আসমা খাতুন নামের ১৫ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাগুরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আসমা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাগুরা পাড়া এলাকার আয়নাল হকের মেয়ে।

ওই শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো.

শাহজাহান মিয়া বলেন, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আসমা। এ সময় তার মা বানেছা আক্তার গৃহস্থালির কাজ করছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুরটির মাসহ ওই পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁরা শিশুটিকে বাড়িসংলগ্ন টিউবওয়েলের নালা সংযুক্ত গর্তের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা শিশুটিকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাহাজাহান মিয়া আরও বলেন, বাড়ির টিউবওয়েলের ব্যবহার করা পানি আর বৃষ্টির পানি জমে ছিল ওই গর্তে। নতুন হাঁটতে শেখা শিশুটি খেলতে খেলতে গর্তের পানিতে পড়ে তলিয়ে গিয়ে মারা যাওয়ার পর ভেসে উঠেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ