নাশকতার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড
Published: 8th, July 2025 GMT
নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. শরিফুল ইসলাম।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা একটি নাশকতা মামলার আসামি কাশিমপুর গ্ৰামের জিল্লুর রহমান। তাকে গত ৫ জুলাই রাতে গ্রেপ্তার করে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন বলে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু ফেসবুক পোস্টে এ নিয়ে বিস্তারিত লিখে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ধরেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো।
ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আসামি জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, পুলিশের মধ্যে থাকা দুর্নীতিবাজ সদস্যদের আইনের আওতায় আনতে হবে। এসব অনৈতিক কাজের জন্য সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জয়পুরহাটে চাকু মানিক গ্রেপ্তার, ধস্তাধস্তিতে এএসআই আহত
জয়পুরহাটের আক্কেলপুরে মানিক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়। তিনি স্থানীয়ভাবে চাকু মানিক নামে পরিচিত।
মানিককে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
গ্রেপ্তার মানিক আক্কেলপুর পৌরসভার সাখিদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানিক কয়েক দিন আগে জামিনে মুক্তি পান। গতকাল সন্ধ্যায় তিনি চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তাঁরা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান। এ সময় মানিক ছুটে পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘মানিক কারাগারে ছিলেন এবং কয়েক দিন আগে জামিনে মুক্তি পান। তাঁকে গ্রেপ্তারের সময় আমাদের একজন কর্মকর্তা আহত হন। মানিক মাদকাসক্তও ছিলেন।’