টিসিবির চেয়ারম্যানের সঙ্গে রূপালী ব্যাংকের এমডির সৌজন্য সাক্ষাৎ
Published: 9th, July 2025 GMT
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সোমবার (৭ জুলাই) টিসিবি ভবনে রূপালী ব্যাংকের এমডি সাক্ষাৎ করেন।
এ সময দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে টিসিবির পক্ষ থেকে রূপালী ব্যাংক এমডিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, টিসিবির অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো.
ঢাকা/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে।
গণমাধ্যমবিষয়ক আরও কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মাহফুজ আলম।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন।
উপদেষ্টা আরও জানান, গণমাধ্যমপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষাৎকালে ইউনেস্কোর আন্তর্জাতিক কনসালটেন্ট লিনা ফক্স উপস্থিত ছিলেন।