২৬ বছর পর আবারও ফিরছে সেই জাদুকরি বোনদের গল্প
Published: 23rd, July 2025 GMT
নব্বইয়ের দশকে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ যাঁদের বুঁদ করেছিল, তাঁদের জন্য নস্টালজিয়ার নতুন এক ঢেউ নিয়ে ফিরে এসেছেন নিকোল কিডম্যান। দীর্ঘ ২৬ বছর পর আবারও পর্দায় ফিরছে ওয়েন্স পরিবারের সেই জাদুকরি বোনদের গল্প। আর এ প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়ে ওঠা হলিউড তারকা নিকোল কিডম্যান।
১৯৯৮ সালের সাড়াজাগানো সিনেমা ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয়েছে ১৮ জুলাই। জাদুময় সে মুহূর্তের ছবি নিজেই সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিডম্যান। ছবিতে ওয়েন্স পরিবারের দুই বোন স্যালি ও গিলিয়ানের চরিত্রে দেখা যাবে যথাক্রমে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যানকে।
নিকোল কিডম্যানের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কৃত্রিম একটি কবরের পাশে দাঁড়িয়ে একে অপরকে হাসিমুখে আলিঙ্গন করছে দুই বোন। ক্যাপশনে লেখা, ‘জাদুকরেরা ফিরে এসেছে।’ এ ঘোষণাই যেন ভক্তদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।
অনেকেই হয়তো জানেন, নিকোলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির সম্পর্ক কত গভীর।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।