২৬ বছর পর আবারও ফিরছে সেই জাদুকরি বোনদের গল্প
Published: 23rd, July 2025 GMT
নব্বইয়ের দশকে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ যাঁদের বুঁদ করেছিল, তাঁদের জন্য নস্টালজিয়ার নতুন এক ঢেউ নিয়ে ফিরে এসেছেন নিকোল কিডম্যান। দীর্ঘ ২৬ বছর পর আবারও পর্দায় ফিরছে ওয়েন্স পরিবারের সেই জাদুকরি বোনদের গল্প। আর এ প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়ে ওঠা হলিউড তারকা নিকোল কিডম্যান।
১৯৯৮ সালের সাড়াজাগানো সিনেমা ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয়েছে ১৮ জুলাই। জাদুময় সে মুহূর্তের ছবি নিজেই সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিডম্যান। ছবিতে ওয়েন্স পরিবারের দুই বোন স্যালি ও গিলিয়ানের চরিত্রে দেখা যাবে যথাক্রমে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যানকে।
নিকোল কিডম্যানের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কৃত্রিম একটি কবরের পাশে দাঁড়িয়ে একে অপরকে হাসিমুখে আলিঙ্গন করছে দুই বোন। ক্যাপশনে লেখা, ‘জাদুকরেরা ফিরে এসেছে।’ এ ঘোষণাই যেন ভক্তদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।
অনেকেই হয়তো জানেন, নিকোলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির সম্পর্ক কত গভীর।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।