ফিলিপাইনের পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
Published: 23rd, July 2025 GMT
যুক্তরাষ্ট্র ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যে ১৯ শতাংশ করারোপ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, নতুন এ শুল্ক বড় চুক্তির অংশ। এ চুক্তির আওতায় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক প্রত্যাহার করবে এবং উভয় দেশের মধ্যে সামরিকভাবে সহযোগিতা থাকবে।
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ফিলিপাইন প্রেসিডেন্টের সফর ভালো হয়েছে। আমরা এর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি।’ তবে এ তথাকথিত চুক্তি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ফিলিপাইনের পক্ষ থেকে এ পরিকল্পনার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। কিন্তু বিষয়টি হলো গত ২ এপ্রিল ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেন, সেখানে ফিলিপাইনের শুল্ক ছিল ১৭ শতাংশ। এবার ট্রাম্প বললেন ১৯ শতাংশের কথা, অর্থাৎ ফিলিপাইনের শুল্ক আরও বাড়ছে।
ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি যেটা করতে চান, সেটা হলো যুক্তরাষ্ট্রের জন্য অবিচার হয়, এমন কোনো নীতিমালা যেন বাণিজ্য অংশীদার দেশগুলো গ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতে দেশগুলোকে বাধ্য করা। ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের ৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন। পরে ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করে ১০ শতাংশ অতিরিক্ত ভিত্তি শুল্ক আরোপ করেন। ৯ জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা আবার ১ আগস্ট পর্যন্ত স্থগিত করেন।
এর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে। যেসব দেশের সঙ্গে চুক্তি হবে না, তাদের আলাদা করে চিঠি পাঠানো শুরু করেছেন ট্রাম্প। ইতিমধ্যে ২২টি দেশকে চিঠি পাঠিয়েছেন তিনি।
ট্রাম্প ইতিমধ্যে যুক্তরাজ্য, চীন, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন। তবে এসব চুক্তিতে উচ্চ শুল্ক বহাল আছে এবং অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত আছে। এ পরিস্থিতিতে ট্রাম্প যখন ১ আগস্ট থেকে আরও এক দফা উচ্চ শুল্কের হুমকি দিচ্ছেন, তখন ইউরোপীয় ইউনিয়ন, কানাডাসহ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের অবস্থান অনিশ্চিত। চুক্তির আশা ক্ষীণ হয়ে আসায় ইউরোপীয় ইউনিয়ন এখন সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে।
মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘জটিল আলোচনা’ চলছে, তবে ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পন্ন হবে কি না, সে বিষয়ে তিনি প্রতিশ্রুতি দেননি। তিনি অন্টারিওতে সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক কী হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য বহুস্তরিক, সময়ের সঙ্গে বদলাচ্ছে.
ফিলিপাইন তুলনামূলকভাবে ছোট বাণিজ্য অংশীদার। গত বছর দেশটি প্রায় ১৪ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৪২০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল। এর মধ্যে ছিল গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বস্ত্র ও নারকেল তেল।
ট্রাম্পের উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোও ক্ষতির মুখে পড়ছে। মঙ্গলবার জেনারেল মোটরস জানায়, নতুন শুল্কের কারণে তিন মাসে তাদের ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। এর আগে জিপ গাড়ির কোম্পানি স্টেলান্টিস জানায়, শুল্কের কারণে প্রায় ৩৫ কোটি ডলার ক্ষতি হয়েছে।
এদিকে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। পাশাপাশি জাপানি বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, গাড়ি ও অন্যান্য পণ্য প্রবেশাধিকার পাবে। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি অনুযায়ী জাপান ১৫ শতাংশ পাল্টা শুল্ক দিতেও সম্মত হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র ফ ল প ইন র
এছাড়াও পড়ুন:
৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি
৪৮তম বিসিএস (বিশেষ)-২০২৫-এর মৌখিক পরীক্ষার সময়সূচি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদের একটি বাক্য পরিবর্তন করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপির পরিবর্তে এখন বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রথম পর্যায়ে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। এ পরীক্ষায় সহকারী ডেন্টাল সার্জন ক্যাডার পদে ৫১১ প্রার্থী, সহকারী সার্জন ক্যাডার পদে ১৯১ প্রার্থীসহ মোট ৭০২ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা।
আরও পড়ুনশিক্ষা ও চিকিৎসার দুটি বিশেষ বিসিএস দ্রুত শেষ করতে চায় সরকার১০ ঘণ্টা আগেপরীক্ষার ভেন্যু—
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
*মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩৬ ঘণ্টা আগে