চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টার ব্যবধানে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর চারটা থেকে সকাল ছয়টার মধ্যে এসব ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম জামাল উদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারখীল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে বৃষ্টি হয়েছে। এ কারণে সড়ক পিচ্ছিল ছিল। এতে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকাতেই তিনটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার প্রথমটি হয় ভোর চারটায়। এ সময় গোখাদ্যের কাঁচামালবাহী একটি ট্রাক সড়কের মাঝখানে উল্টে যায়। এই দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী সামান্য আহত হন। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে ৫০ মিটার দক্ষিণে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় সিমেন্টবাহী ট্রাকের চালক মো.

জামাল উদ্দিন নিহত হন। একই এলাকায় মাইক্রোবাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, তবে এতে কেউ গুরুতর আহত হননি। অন্যদিকে ভোর পাঁচটায় মিরসরাই উপজেলা সদর এলাকায় আরও দুটি দুর্ঘটনা ঘটে। এতেও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় চালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো তাঁরা হেফাজতে নিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ