রাজধানীর ডেমরায় চোর সন্দেহে আটক করার পর স্থানীয় মানুষের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

পুলিশ জানায়, আজ বুধবার ভোর চারটার দিকে ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ওই যুবকের পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া প্রথম আলোকে বলেন, ভোরের দিকে ওই যুবককে চোর সন্দেহে আটক করার পর নির্মাণাধীন ভবনটিতে থাকা শ্রমিক ও আশপাশের কয়েকজন মিলে পিটুনি দেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়। এখানে তাঁর ময়নাতদন্ত করা হবে।

কাকন মিয়া বলেন, ওই যুবকের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বক র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ