পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম, যেখানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিংও। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ।
টি-টোয়েন্টিতে বোলারদের শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী ও দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ ও শীর্ষে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
আরও পড়ুনমনে হয়েছে এটাই থেমে যাওয়ার সময়, বিদায়বেলায় রাসেল৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। পরের ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দুটি ম্যাচই জিতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির সাপ্তাহিক এই র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে নেন ২ উইকেট। তানজিম হাসানেরও উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নেওয়া এই পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের উন্নতি হয়েছে ১৪ ধাপ। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল উঠে এসেছেন ৪৩তম স্থানে।
পাকিস্তান সিরিজে ভালো করছেন মেহেদী হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।