যাঁরা কম্পিউটার ব্যবহার করেন, তাঁরা কম্পিউটার–সংক্রান্ত সমস্যায় পড়লেই রিস্টার্ট বাটনে চাপ দেন। ১৯৯০ দশক থেকে যাঁরা কম্পিউটার ব্যবহার করছেন, তাঁদের কাছে কম্পিউটারের রিস্টার্ট বাটন বেশ পরিচিত। যখন কম্পিউটার ধীরগতিতে কাজ করে বা হ্যাং হয়ে যায়, তখনই আমরা রিস্টার্ট বাটন চাপি।

কম্পিউটারকে প্রথম চালু করার প্রক্রিয়াকে প্রযুক্তির ভাষায় বুটিং বলা হয়। এ শব্দটি এসেছে ইংরেজি বুটস্ট্র্যাপ। প্রথম দিকের বিভিন্ন কম্পিউটারের মধ্যে কোনো অপারেটিং সিস্টেম ছাড়াই চালু করা হতো। কম্পিউটার–দুনিয়ায় বুটস্ট্র্যাপ ১৯৫০ দশকে রূপক হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটারে তখন বুটস্ট্র্যাপ বোতাম টিপলে ইনপুট ইউনিট থেকে একটি হার্ডওয়্যার প্রোগ্রাম বুটস্ট্র্যাপ প্রোগ্রাম পড়তে শুরু করে। তখন কম্পিউটার বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কার্যকর করে, যার ফলে কম্পিউটার আরও প্রোগ্রাম নির্দেশাবলি পড়তে শুরু করে। পুরো কাজটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায় হয়। ম্যানুয়ালি প্রবেশ করানো নির্দেশাবলির বাইরের সাহায্য ছাড়াই এগিয়ে যায় কম্পিউটারের কাজ। একটি কম্পিউটিং শব্দ হিসেবে বুটস্ট্র্যাপ ১৯৫৩ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।

উইন্ডোজ কম্পিউটারের রিস্টার্ট বাটন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স ট র ট ব টন ব টস ট র য প ব যবহ

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ