সিদ্ধিরগঞ্জে জনতার মুখোমুখি মাওলানা আবদুল জব্বার
Published: 23rd, July 2025 GMT
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উঠান বৈঠকে সাধারণ মানুষের মুখোমুখি নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ওঠান বৈঠকে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আবদুল জব্বার।
এসময় তিনি বলেন জামায়াত প্রার্থী বিজয়ী হলে বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আল্লাহর রহমতের বৃষ্টি যেমনি ভাবে সবার উপরে সমান বর্ষিত হয় তেমনিভাবে অমুসলিম ভাই-বোনরা ও সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা সবাই মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই।
থানা আমীর আলহাজ কফিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।