লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ড—আবারও চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত। আজ ইংল্যান্ডের বিপক্ষে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে ভারতের এই ব্যাটসম্যানকে। এই টেস্টে তাঁর খেলা হবে কি না, আপাতত অনিশ্চিত।

এর আগে লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় উইকেটকিপিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন পন্ত। এরপর সেই টেস্টে আর কিপিং করতে পারেননি তিনি।

টানা দ্বিতীয় টেস্টে পন্তের চোট পাওয়ার দিনে ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ২৬৪ রান। রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দুজনই ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):ভারত প্রথম ইনিংস: ৮৩ ওভারে ২৬৪/৪ (সুদর্শন ৬১, জয়সোয়াল ৫৮, রাহুল ৪৬, ৩৭*; স্টোকস ২/৪৭, ওকস ১/৪৩)।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ