জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠেছিলেন দুজন। তাঁরা বাবা-ছেলে পরিচয় দিয়ে ভ্যানটি ভাড়া নেন। পথে চালককে ছুরিকাঘাত ও মারধর করে ভ্যান নিয়ে পালিয়ে যান ওই দুজন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক নুর আলম (৪৫) জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পশ্চিম আমুট্টা মহল্লার বাসিন্দা। তিনি বর্তমানে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, নুর আলমের পিঠের তিনটি জায়গায় ব্যান্ডেজ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন। শয্যার পাশে দাঁড়িয়ে আছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা।

নুর আলম বলেন, গতকাল রাত ১০টার পর আক্কেলপুর রেলস্টেশনে যাত্রী খুঁজছিলেন। ১১টার পর একটি ট্রেন ছাড়লে এক ব্যক্তি ও এক কিশোর তাঁর কাছে এসে নিজেদের বাবা-ছেলে পরিচয় দেন। তাঁরা প্রথমে জয়পুরহাট, পরে জামালগঞ্জ বাজার যেতে চান। ১৫০ টাকা ভাড়া চাইলে তাঁরা ১০০ টাকা দিতে চান। এতে রাজি হয়ে তিনি তাঁদের ভ্যান তুলে নেন। ভাল্কি সেতু পার হওয়ার পর যাত্রীদের একজন গেঞ্জি ফেলেছে বলে জানিয়ে ভ্যান থামাতে বলেন। সন্দেহ হওয়ায় নুর আলম গতি বাড়িয়ে লোকালয়ের দিকে যেতে চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁর পিঠে তিনবার ছুরিকাঘাত করা হয়। তিনি ভ্যান থেকে পড়ে গেলে তাঁকে মারধর করে ভ্যান নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।

নুর আলম বলেন, ‘ভ্যানই আমার উপার্জনের একমাত্র সম্বল। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমার মারা যাওয়া ভালো ছিল। এখন সংসার চালামু কেমনে?’

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে আনে। এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র আলম

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ