ঢাকার দোহারের নারিশা পশ্চিমচর এলাকায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। সাত–আটজনের একটি দল ওই বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আজ ভোর চারটার দিকে দোতলা বাড়ির নিচতলার গ্রিল কেটে সাত-আটজনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। তারা প্রথমে নিচতলার একটি ঘরে ঢুকে ধারালো অস্ত্রের (চাপাতি) মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে ঘরে লুটপাট করে। এ সময় আলমারি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ অস্ট্রেলিয়ান ডলার এবং প্রায় ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। তাদের মুখোশ পরা ছিল।

বাড়ির মালিক মামুন খান বলেন, এ ঘটনায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তিনি প্রবাসে লেখাপড়া করে দেশেই ব্যবসা করেন। নারিশায় তাঁর হাঙ্গারলাইন সুপার মার্কেট নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বিদেশে যাবেন, সে কারণে ঘরে কিছু অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহে রেখেছিলেন। ডাকাতির সময় বাড়ির বাইরেও লোকজনের কথার আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানান মামুন খান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা-পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ‘ডাকাতি নয়, গ্রিল কেটে বড় রকমের চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ