সাড়ে আট ঘণ্টা পর সাজেক সড়কের যান চলাচল শুরু
Published: 24th, July 2025 GMT
প্রায় সাড়ে আট ঘণ্টা পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের যান চলাচল শুরু হয়েছে। পাহাড়ধসের কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে এ এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা আড়াইটা থেকে সড়কটি সচল হয়। ফলে সাজেক ভ্যালিতে আটকে থাকা তিন শতাধিক পর্যটক ফিরেছেন।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, বুধবার রাত থেকে ওই এলাকায় টানা বৃষ্টি হয়। ভোর ছয়টার দিকে সাজেকের নন্দরাম এলাকায় বাঘাইহাট-সাজেক সড়কে একটি বড় অংশ ধসে পড়ে। খবর পেয়ে সড়ক থেকে মাটি সরানোর কাজে নামে সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস, সাজেক ইউনিয়ন পরিষদের বাসিন্দা ও উপজেলা প্রশাসন। সাড়ে আট ঘণ্টা পর মাটি সরানোর কাজ শেষ হয়।
যান চলাচল স্বাভাবিক হওয়ার পর সাজেক ভ্যালিতে আটকে থাকা অন্তত ৭৬টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ২২টি জিপ-পিকআপ সাজেক ছেড়ে বাঘাইহাটের পথে রওনা হয়। এসব যানবাহনে তিন শতাধিক পর্যটক ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টা পর্যন্ত বাঘাইহাট থেকে সাজেকের রুইলুই ভ্যালির উদ্দেশে পর্যটকবাহী গাড়ি চলাচল করে। একই সময় সাজেক থেকেও গাড়িগুলো বাঘাইহাটের দিকে ফিরে আসে। তবে ধসের কারণে বেলা আড়াইটা পর্যন্ত এসব গাড়ি চলাচল করতে পারেনি।
সাজেক ভ্যালি রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেববর্মণ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সাজেকে অনেক পর্যটক আটকে ছিলেন। ধস সরিয়ে ফেলায় আড়াইটার দিকে সাজেক থেকে গাড়িগুলো রওনা হয়েছে। একই সময় বাঘাইহাট থেকে আসা নতুন পর্যটকেরাও সাজেকে পৌঁছেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরিন আক্তার বলেন, ধসে পড়া মাটি সরাতে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করেছেন। টানা সাড়ে আট ঘণ্টা পর এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর যটক
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন