বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানার উদ্যোগে কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে।

প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীলদের মধ্যে সুসমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে। একমাত্র ইসলামী আন্দোলনই পারে দেশের সার্বিক পরিবর্তন আনতে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সভাপতিত্বে প্রগ্রামে আরও উপস্তিত ছিলেন জেলা শুরা সদস্য ও ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক নোমানী, নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও থানা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ এমরান, পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ সদস য

এছাড়াও পড়ুন:

ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 
  • ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু
  •  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট