রাশিয়ার বিধ্বস্ত বিমানের সব যাত্রী নিহত
Published: 24th, July 2025 GMT
রাশিয়ার দূরপ্রাচ্যে বিধ্বস্ত বিমানের ৪৮ যাত্রীর সবাই মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির আমুর অঞ্চলের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেসামরিক প্রতিরক্ষা, জরুরি অবস্থা ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত এএন-২৪ বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর সময় বিমানটি রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার উদ্ধারকারীরা বিমানের আগুনের শিখা দেখতে পেয়েছেন এবং বিমানের ধ্বংসাবশেষ আমুরে পাওয়া গেছে।
ন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, “রোসাভিয়াতসিয়া (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) পরিচালিত একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের জ্বলন্ত শিখা দেখতে পেয়েছে।”
বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুর্বল দৃশ্যমানতার মধ্যে অবতরণের সময় বিমানের ক্রুদের একটি ত্রুটি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমানটিতে একজন চীনা নাগরিক ছিলেন।
দূরপ্রাচ্যের পরিবহন প্রসিকিউটরের কার্যালয় এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল, ঠিক তখনই বিমান ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫