সংবাদ সম্মেলনকক্ষ থেকে উঠে যাওয়ার সময় লিটন দাসের পিঠ চাপড়ে দিলেন সালমান আগা। ‘ওকে কঠিন প্রশ্ন করুন…’—যাওয়ার সময় পাকিস্তান অধিনায়ক রসিকতার সুরে সাংবাদিকদের করে গেলেন ওই অনুরোধও। লিটনের সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিও হলো সে রকম—পাকিস্তানকে ধবলধোলাই করার হাতছানি সামনে রেখে কেন একাদশে ৫ পরিবর্তন?

উত্তরে তিনি জানালেন, তাঁরা মূলত বেঞ্চের শক্তিই পরীক্ষা করতে চেয়েছিলেন। সুযোগ দিতে চেয়েছিলেন স্কোয়াডের সবাইকে। এশিয়া কাপের আগে এটিই শেষ সিরিজ বাংলাদেশের। সে কারণেই সবাইকে দেখে নেওয়ার সুযোগটা নেওয়া।
এই পরীক্ষায় দল হিসেবে বাংলাদেশ ‘ফেল’ই করেছে বলতে হয়। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা লিটনরা কাল শেষ ম্যাচে হেরে গেছেন ৭৪ রানে। তবু পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি–টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ ছিল অধিনায়কের কণ্ঠে।

পাকিস্তানের একটি উইকেট ফেলার পর বাংলাদেশের খেলোযাড়দের উচ্ছ্বাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ