শুভ জন্মদিন, আবদুল্লাহ আবু সায়ীদ: ভেজা চোখ নিয়েও আজ বলি
Published: 25th, July 2025 GMT
আবদুল্লাহ আবু সায়ীদের জন্ম ২৫ জুলাই ১৯৩৯। কিছুদিন আগে স্যারের একটা বড় ভিডিও সাক্ষাৎকার নিয়েছি, প্রথম আলোর নতুন অনুষ্ঠান ক্রাউন সিমেন্টের সহযোগিতায় আয়োজিত ‘অভিজ্ঞতার আলো’র জন্য। ‘আপনার বয়স তো ৮৬ হয়ে যাচ্ছে’, আমার এ মন্তব্যের উত্তরে তিনি বললেন, ‘রবীন্দ্রনাথকে এখন আমি ধমক দিতে পারতাম! তিনি জুনিয়র তো!’ হাস্যরস, রবীন্দ্রনাথের মতোই, তাঁর ব্যক্তিত্বের সৌন্দর্যের একটা উজ্জ্বল দ্যুতির নাম। আর আছে আশা।
গতকাল, ২৪ জুলাই ২০২৫, সকালবেলা তাঁকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য ফোন করলাম! বললাম, দেশে নানা দুর্ঘটনার খবরে আমাদের সবার মন খারাপ, বিশ্বজুড়ে গণতন্ত্রের অবনমন, উগ্র জাতীয়তাবাদের উত্থান, সাম্প্রদায়িকতার আস্ফালন, এবং যুদ্ধ-হত্যার প্রেক্ষাপটে আশার তো কোনো জায়গা দেখি না।
তিনি বললেন, পৃথিবী তো আশা দিয়ে তৈরি নয়, আশা আর নৈরাশ্য দুটো দিয়েই তৈরি। তবে আশা একটা দার্শনিক ব্যাপার। আশার ঘটনা যখন ঘটে, তখন আমরা তাকে আমাদের প্রাপ্য বলে ধরে নিই, বড় করে দেখি না, নৈরাশ্যের আঘাত যখন আসে, তখন সেটা বড় হয়েই দেখা দেয়। স্টয়িক দর্শনের কথা পাড়েন তিনি। স্টয়িক দর্শন প্রাচীন গ্রিসে উদ্ভূত। এই দার্শনিকেরা বলতে চান, সুখ আসে নিজের চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে, বাইরের ঘটনাকে শান্তভাবে মেনে নেওয়ার মধ্য দিয়ে। তিনি বলেন, রবীন্দ্রনাথেও এটা আছে, অনেক জায়গায়, ‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।’ চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। চাকার মতো, সুখ একবার নিচে যাবে, দুঃখ একবার নিচে যাবে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদই আমাকে দেওয়া সাক্ষাৎকারে একবার বলেছিলেন, একেকবার নতুন কাজের বুদ্ধি আমার মাথায় আসে। আর আমি নবতারুণ্যে উদ্দীপিত হই। কলকাতায় জন্ম হলো, কিন্তু তাঁদের বাড়ি বাগেরহাটে, তাঁর পিতা আযীমউদ্দীন আহমদ করটিয়া কলেজে শিক্ষকতা করতেন, সেই সুবাদে করটিয়ায় এবং আরও অনেক জায়গায় তাঁর শৈশব কেটেছে। স্কুলের ছাত্র থাকা অবস্থায় বই পড়া শুরু, পাবনা জিলা স্কুলে পড়ার সময় তৈরি করেছিলেন ফিলোসফিক্যাল সোসাইটি।
আবদুল্লাহ আবু সায়ীদ। জন্ম কলকাতায়, কিন্তু তাঁদের বাড়ি বাগেরহাটে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।