হারতে হারতে খাদের কিনারায়ই পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে শুরু, এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কায় সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে তারা হেরেছিল টানা ৬ ম্যাচ। ধাক্কাটা লিটন দাসের জন্যই ছিল বেশি। আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হারের বৃত্তে বন্দী তাঁর দল।

অবশেষে বাংলাদেশ সেই বৃত্ত থেকে বের হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে ৮৩ রানের জয় বাংলাদেশকে খুঁজে দেয় নতুন পথ। কলম্বোয় শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতে।

আরও পড়ুনসবাইকে দেখতে গিয়েই বাংলাদেশ দলের এমন বিপর্যয়৯ ঘণ্টা আগে

সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই বাংলাদেশ নামে পাকিস্তানের বিপক্ষে। গত মে মাসে লাহোরে তাদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি সঙ্গে ছিল। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পা হড়কায়নি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে। কাল শেষ ম্যাচ হারলেও তাই ট্রফিটা উঠেছে লিটনের হাতে।

টানা ৬ হারের পর কীভাবে টানা এই দুই সিরিজ জয়? প্রশ্নের জবাবে কাল মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘ফিরে আসার মতো একটা জিনিসই ছিল, এক্সিকিউশনটা (প্রয়োগ) ভালো হয়নি। আমার মনে হয় যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম, (প্রথম ম্যাচে) শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কোথায় বল করব। পরের দুই ম্যাচে ওটা (পরিকল্পনা) অনুসরণ করে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’

কাল শেষ ম্যাচে হারলেও সিরিজ জয়ের ট্রফি নিয়ে উল্লাস করেছে বাংলাদেশ দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ