খাগড়াছড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published: 25th, July 2025 GMT
খাগড়াছড়ির মানিকছতে বালতির পানিতে পড়ে আনাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার আবু আহমেদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটির মা ও পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়।
দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
উত্তরায় বিমান বিধ্বস্ত: আরো এক শিক্ষার্থীর মৃত্যু
নাচোলে সাপের কামড়ে ২ নারীর মৃত্যু
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/রূপায়ন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।