নিলামেও ‘বিক্রি হচ্ছে না’ সাবেক সংসদ সদস্যদের আনা গাড়ি, নতুন চিন্তায় এনবিআর
Published: 25th, July 2025 GMT
সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে। নিলামেও এসব গাড়ি বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, ‘‘গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম। তবে, আশানুরূপ ফল পাইনি। এখন আমরা বিকল্প চিন্তা করছি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। কিন্তু, আমরা পানির দামে গাড়িগুলো বিক্রি করতে চাই না।’’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘একেকটি গাড়ির দাম ৮ থেকে ৯ কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই, তাহলে আরো ভালো ব্যবহার কীভাবে করা যায়; তা সরকারের উচ্চপর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেব। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই। অচিরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’’
আরো পড়ুন:
সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক নাজমা আকতার বরখাস্ত
এনবিআরের আরো ৭ কর্মকর্তা বরখাস্ত
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রহমান খান বলেন, ‘‘আমি জয়েন করার পর দেখেছি, ১৪ বছর ধরে বিপজ্জনক কিছু কার্গো বন্দরে পড়ে আছে, যা আমরা ইতোমধ্যে সরিয়ে ফেলেছি। এগুলো দেশের ডলার খরচ করে আমদানি হয়েছিল, কিন্তু ব্যবহার না হওয়ায় এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক গাড়ি বন্দরে পড়ে থেকে নষ্ট হয়েছে, যা রাইট টাইমে অকশন করলে নতুন করে গাড়ি আমদানি করতে হতো না।’’
এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে বন্দরে প্রায় ৬ হাজার কনটেইনার পড়ে আছে। এগুলো নিলামের মাধ্যমে দ্রুত খালি করতে ১০০ কর্মকর্তা দায়িত্বে আছেন। এরই মধ্যে ৯০ শতাংশ ইনভেন্টরি শেষ হয়েছে। বাকি অংশ আগামী চার মাসের মধ্যে সম্পন্ন হবে।
তিনি বলেন, ‘‘আগামী ৬ আগস্ট বড় নিলাম হবে। জনগণকে নিলামে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে শহরে মাইকিংসহ অনলাইন ও পত্রিকায় প্রচারণা চালানো হচ্ছে। কেউ ঘরে বসে অনলাইনে অংশ নিয়ে পে অর্ডার জমা দিতে পারবেন। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ দামে একদফাতেই পণ্য বিক্রি হবে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।’’
এনবিআর চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘সময়োপযোগী উদ্যোগ ও স্বচ্ছ নিলাম ব্যবস্থার মাধ্যমে বন্দরের অকার্যকর সম্পদকে অর্থনৈতিক গতিশীলতায় রূপান্তর করা সম্ভব হবে।’’
মতবিনিময় সভায় এনবিআর সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার শফি উদ্দিনসহ কাস্টম কর্মকর্তা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনব আর এনব আর
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট