যুব ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দেখল বিশ্ব। ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার জর্খ ফন স্কালভিক। আগের ম‌্যাচে ১৬৪ রানে অপরাজিত ছিলেন। সেই রাগটাই মনে হয় পরের ম‌্যাচে ঝাড়লেন স্কালভিক। বিধ্বংসী ২১৫ রানের ইনিংস খেলেছেন। ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন এই ইনিংস। 

জিম্বাবুয়ের হারারেতে শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম‌্যাচেই সব আলো নিজের উপর কেড়ে নিয়েছেন স্কালভিক। ১৮ বছর বয়সী এই ব‌্যাটসম‌্যান ভেঙেছেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদারের রেকর্ড। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বোয়াগোদার ১৯১ রান করেছিলেন। 

স্কালভিকের বিধ্বংসী ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা আগে ব‌্যাটিংয়ে নেমে ৩৮৫ রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের যুবারা করেন ১০৭ রান। স্কালভিকের শুরুটা রয়েশয়ে ছিল। পঞ্চাশে পা রাখেন ৪৮ বলে। সেখান থেকে শতকে যান ৮৬ বলে। এরপরই মূলত খোলস থেকে বেড়িয়ে আসেন। ১২২ বলে দেড়শ এবং ১৪৫ বলে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। দলের অর্ধেকের বেশি রান একাই করেন স্কালভিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন জেসন ফন রোলস।

জিম্বাবুয়ের বোলারদের মধ‌্যে পেসার টাটেন্ডা চিমুগোরা ৬২ রানে পেয়েছেন ৬ উইকেট। তবে তাদের ব‌্যাটসম‌্যানরা ছিলেন চরম ব‌্যর্থ। দুই ওপেনার বাদে কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নাথানিয়েলি হ্লাবানগানা ৩১ ও কুপাকওয়াসে মুরাদজি ৪০ রান করেন। ৫৩ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে পরের ৫৪ রান তুলতে হারায় ৯ উইকেট। 

প্রোটিয়া যুবাদের হয়ে ১৯ রানে ৪ উইকেট নেন ইনাথি কিটসিনি। ৩ উইকেট নেন বায়ান্ডা মাজোলা। 

আজ একই মাঠে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ