মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড
Published: 26th, July 2025 GMT
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। সব মিলিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।
মর্মান্তিক এ ঘটনার পর ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় এবার শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি।
বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’
আরও পড়ুনবিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যাবে বিসিবির টিকিট বিক্রির অর্থ২৪ জুলাই ২০২৫এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে কাতালান ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিবৃতি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।