‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানো ১২ তরুণের নামে মামলা
Published: 26th, July 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও বানানোর ঘটনায় আটক ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলাটি হয়।
এর আগে শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার খোয়াজনগর থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তাঁরা। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে তাঁরা ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে পুলিশ।
মামলা হওয়া এসব তরুণের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তাঁরা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। তাঁরা হলেন—ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম (১৮), আবু হাছনাইন (১৮), সাইফুল ইসলাম (১৯), আবদুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো.
গ্রেপ্তার তরুণদের স্বজনদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। গ্রেপ্তার আবদুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে রাজনীতিতে যুক্ত নয়। তাঁরা রাতভর থানায় ছিলেন। কিন্তু ছেলেদের ছাড়িয়ে নিতে পারেননি। ভিডিও বানানোর জন্য ছেলেদের সঙ্গে এমন করা হলো।
মামলার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।