জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট স্কিলস’ শীর্ষক কর্মশালা
Published: 26th, July 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও মোবাইল ফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ। নেতৃত্ব, যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিতর্ক ও উপস্থাপনা বিষয়ে ‘স্মার্ট স্কিলস’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেয় দেড় শতাধিক শিক্ষার্থী।
আজ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ। কর্মশালার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও উত্তরার মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, তরুণদের শুধু প্রতিভা থাকলেই হবে না, সেটি কার্যকরভাবে প্রকাশ করাও জরুরি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমসাময়িক দক্ষতা অর্জনে সহায়তা করতেই এই আয়োজন।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বন্ধুসভার প্রতিটি উদ্যোগই প্রশংসনীয়। তাদের যতগুলো প্রস্তাবনা পেয়েছি, সবগুলোর সঙ্গেই যুক্ত থাকার চেষ্টা করেছি।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বলেন, ‘জীবনের লক্ষ্য অর্জনে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কর্মশালার মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলা জরুরি। এ আয়োজনের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ।’
সহ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীরা এ কর্মশালা থেকে যে দক্ষতা অর্জন করবে, তা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে। বন্ধুসভার প্রতিটি উদ্যোগই শিক্ষার্থীদের জন্য গঠনমূলক ভূমিকা রাখছে।
নেতৃত্ব ও যোগাযোগবিষয়ক সেশনটি পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫