চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত
Published: 26th, July 2025 GMT
চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকেলে কচুয়া উপজেলার রহিমা নগর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর কচুয়ার বিভিন্ন স্থানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অবস্থান করছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পূর্বঘোষণা অনুযায়ী রহিমা নগর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া বিএনপির প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন (মিয়াজী) পক্ষ। সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক (মিলন) নিজে উপস্থিত থেকে কচুয়া পৌর এলাকায় আরেকটি সভার আয়োজন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এহসানুল হকের কিছু অনুসারী কচুয়া পৌর এলাকায় সভায় আসার সময় লাঠিসোঁটা নিয়ে রহিমা নগর বাজারে গিয়ে মোশারফ হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এ সময় লাঠিপেটায় এহসানুল হকের কয়েকজন অনুসারী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সভা এবং মিছিল করছিলাম। এ সময় বিএনপির অপর একটি পক্ষ আওয়ামী লীগের দোসরদের নিয়ে এ হামলা চালালে তাঁদের প্রতিহত করা হয়। তবে এতে কারও তেমন সমস্যা হয়নি।’
এ বিষয়ে এহসানুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কচুয়া থানার ওসি মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫