ভুল ট্রেনে টাঙ্গাইলে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি
Published: 26th, July 2025 GMT
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে শনিবার রাতে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় গ্রেপ্তার তিনজন।
ওই তিন আসামি হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া গ্রামের দুলাল চন্দ্র দাস (২৮), সজীব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। শনিবার সকালে টাঙ্গাইল সদর থানা–পুলিশ ও রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
দলবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। ২২ বছর বয়সী ওই তরুণী চট্টগ্রামে এক বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।
পুলিশ জানায়, চট্টগ্রামে যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে শুক্রবার রাতে ট্রেনে উঠেছিলেন ওই তরুণী। কিন্তু পরে বুঝতে পারেন, ভুলে তিনি দিনাজপুরগামী ট্রেনে উঠেছেন। তাই টাঙ্গাইল স্টেশনে নেমে পড়েন। সেখানে রাত একটার দিকে তিন বখাটের খপ্পরে পড়েন তিনি। ঢাকাগামী বাসে তুলে দেওয়ার কথা বলে নিয়ে তাঁকে ধর্ষণ করেন ওই তিনজন।
শনিবার বিকেলে ধর্ষণের শিকার ওই তরুণী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) ভিক্টর ব্যানার্জী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার তিনজনেই ধর্ষণের কথা স্বীকার করেন। পরে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। সন্ধ্যায় তাঁদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। তিনি জানান, ধর্ষণের শিকার তরুণীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তাঁর ডাক্তারি পরীক্ষা হবে।
টাঙ্গাইলের আদালত পুলিশের পরিদর্শক লুৎফর রহমান শনিবার রাত পৌনে ১০টার দিকে জানান, আসামি দুলাল চন্দ্র দাসের জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজউদ্দিন ফরাজী। আর সজীব খান ও রুপু মিয়ার জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমেলিয়া সিরাজাম। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মদ বলেন, চট্টগ্রামে যাওয়ার জন্য শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ওই তরুণী ট্রেনে ওঠেন। তারপর ট্রেনে ঘুমিয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর জেগে এক যাত্রীর কাছে কোন জায়গা পর্যন্ত এসেছেন, জানতে চান। তখন ওই যাত্রী জানান, টাঙ্গাইলের কাছাকাছি এসেছেন। পরে তরুণী বুঝতে পারেন, তিনি ভুলে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেছেন। রাত ১২টার পর ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে পৌঁছালে তিনি নেমে পড়েন। গভীর রাতে সেখানে প্ল্যাটফর্মে অপেক্ষার সময় তিন ব্যক্তি স্টেশনে আসেন। তাঁরা ওই তরুণীকে ঢাকাগামী বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে দুলাল তাঁকে ধর্ষণ করেন। দুলাল চলে যাওয়ার পর সজীব ও রুপু মিয়া স্টেশনের পাশের একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন।
আরও পড়ুনভুল ট্রেনে টাঙ্গাইলে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদর থ ন
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।