যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চুক্তি সইয়ের একাধিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি এতটা আশাবাদী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে রেখেছেন, আগামী ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তিতে সই করতে হবে, নইলে তাদের পণ্যে চড়া হারে শুল্ক আরোপিত হবে।

চলতি বছরের ২ এপ্রিল ভারতের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পরে তা সাময়িকভাবে স্থগিত করা হয় এবং চুক্তি সইয়ের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এরপর তা বাড়িয়ে ১ আগস্ট করা হয়। এরই মধ্যে ভারতীয় প্রতিনিধিরা একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। কিন্তু কৃষিপণ্যের প্রবেশেধিকারসহ বিভিন্ন কারণে চুক্তিটি আর হচ্ছে না।

ট্রাম্পও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারত অন্তর্বর্তীকালীন চুক্তির ‘একেবারে কাছাকাছি’ চলে গেছে। এ বছরের মধ্যেই দেশ দুটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছাতে চায়।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গোয়েল বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালোই এগোচ্ছে। গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ অংশীদারি গড়ে তোলার বিষয়ে তিনি আশাবাদী।’

চুক্তির অন্যতম জটিল বিষয় কৃষি ও দুগ্ধজাত পণ্য যুক্তরাষ্ট্রের নিম্ন শুল্কের দাবি নিয়ে প্রশ্ন করা হলে গোয়েল বলেন, ‘আলোচনার বিষয় আলোচনার কক্ষেই থাক।’ তবে তিনি জানান, যদি ছোট ছোট খাতভিত্তিক সমঝোতা সম্ভব হয়, তাহলে ভারত পূর্ণাঙ্গ চুক্তির পথেও হাঁটতে পারে।

ব্লুমবার্গকেও গোয়েল বলেছেন, তিনি বিশ্বাস করেন, শেষ সময়সীমার আগেই চুক্তি সই হবে। তবে কীভাবে বহুদিনের বিতর্কিত বিষয়গুলোর মীমাংসা হবে, সে বিষয়ে এখনো ধোঁয়াশা আছে।

অনেক বছর ধরে যুক্তরাষ্ট্র ভারতের কৃষি খাতে আরও বাজারসুবিধা চেয়ে আসছে। তাদের মতে, এ খাত খোলাবাজার হিসেবে এখনো বড়; কিন্তু খাদ্যনিরাপত্তা ও কোটি কোটি কৃষকের জীবিকার বিষয়টি সামনে রেখে ভারত বরাবরই এই খাতকে সুরক্ষা দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও ভারত পরস্পরের বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে হয়েছে ১৯০ বিলিয়ন ডলার। মোদি ও ট্রাম্প এ অঙ্ক বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে নিতে চান।

ভারত ইতিমধ্যে বার্বন হুইস্কি, মোটরসাইকেলের মতো কিছু পণ্যে শুল্ক কমিয়েছে। তবু ভারতের সঙ্গে এখনো ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্যঘাটতি আছে; এই ঘাটতি কমাতে ট্রাম্প সরকার কড়া অবস্থান নিয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ