অর্থাভাব, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়া, তারপর মেয়েকে বড় করে তোলা—জীবনের এই লড়াইগুলো একাই লড়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। 

ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে। 

১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় নতুন লড়াই। কিন্তু জীবনের এসব সিদ্ধান্ত পরিকল্পনা করে নেননি তিনি। বরং সৃষ্টিকর্তার ‘মাস্টার প্ল্যান’ বলে মন্তব্য করেছেন নীনা গুপ্তা। 

আরো পড়ুন:

সৌদি আরবে পারফর্ম করতে ১০ কোটি রুপি নিয়েছেন উর্বশী

আলোচনায় হৃতিক-কিয়ারার চুম্বন দৃশ্য

অন্তঃসত্ত্বা হওয়ার খবর ক্রিকেটার ভিভকে জানানোর পর কী প্রতিক্রিয়া ছিল তার? এ নিয়ে হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেন, “আমি উচ্ছ্বাসে ভাসছিলাম, এমনটা নয়। তবে আমি খুশি ছিলাম। কারণ ভিভকে ভালোবাসতাম। আমি ওকে ফোন করে সবকিছু বলি। সঙ্গে জিজ্ঞাসা করি, তুমি কি এই সন্তান রাখতে চাও? না চাইলে, আমি গর্ভপাত করাব। তখন ও বলে, ‘না, না একদম নয়। বাচ্চাটা রাখতে আমার কোনো অসুবিধা নেই।” 

আটের দশকে বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান, ‘সিঙ্গেল মাদার’ বিষয়টি একেবারেই প্রচলিত ছিল না। সমাজ এ ধরনের নারীকে কার্যত ‘একঘরে’ করে রাখত। ভিভের সন্তানের মা হলেও, বিয়ে করতে রাজি হননি উইন্ডিজের এই কিংবদন্তি তারকা। কারণ ভিভ আগে থেকেই বিবাহিত ছিলেন। তিনি তার পরিবার ছাড়তে রাজি ছিলেন না। এই পরিস্থিতিতে ‘সিঙ্গেল মাদার’ হন নীনা গুপ্তা। মেয়ে মাসাবাকে একাই মানুষ করেছেন। যদিও এই লড়াইটা মোটেও সহজ ছিল না। 

ভিভকে ভালোবেসে এখন আফসোস হয় কি না? এ প্রশ্নের উত্তরে নীনা গুপ্তা বলেন, “আসলে যৌবনে সকলে অন্ধ থাকে। আপনি যখন প্রেমে পড়বেন, তখন কারো কথা শুনবেন না। কোনো সন্তানই তাদের বাবা-মায়ের কথা শোনে না, আমিও একই কাজ করেছিলাম।” 

এর আগে নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, “আমি কোনো কিছুই পরিকল্পনা করে করিনি। এমন একজনের প্রেমে পড়েছিলাম যার সঙ্গে সংসার করতে পারিনি অথচ তার সন্তানের মা হয়েছি। আমি সাহসী কিছু একটা করে দেখাব এমন কিছু আমার পরিকল্পনায় ছিল না। আমি শুধু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা সৃষ্টিকর্তা আমার সামনে রেখেছেন।” 

২০২১ সালের জুনে প্রকাশিত হয় নীনা গুপ্তার আত্মজীবনী ‘সাচ কাহো তো’। এ বইয়ে নীনা গুপ্তা জানান, ভিভিয়ান সর্বোচ্চ চেষ্টা করেছিল পাশে থাকার, যদিও সে সব সময় খেলার জন্য বিভিন্ন দেশে ছুটে বেড়াত আর তার সংসার ছিল হাজার মাইল দূরে। তারপরও আমাদের দারুণ কিছু সুন্দর মুহূর্ত কেটেছে। কেটেছে কিছু কঠিন সময়ও। 

২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ১৮ বছর। তবে এ সংসারে নীনার আর কোনো সন্তান নেই।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ