গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।

নিহত ব্যক্তির নাম ইলিম হোসেন (৪৩)। তিনি কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁর সহযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে আবু সাইদ (রাজু) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে। এ তথ্য জানিয়েছেন ওসি আবদুল মান্নান।

এজাহারে বাদী বলেন, গত বছরের ৫ আগস্ট ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে অবস্থান নেওয়া অবস্থায় ইলিম হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই দিন ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। গুলিবিদ্ধ ইলিম হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফন করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের ৪২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া বলেন, ‘আমরা কোনো মামলা করিনি। গতকাল সকালে থানা থেকে পুলিশ এসেছিল। তাদের বলে দিয়েছি, আমরা মামলা করতে চাই না। কে মামলা করেছে, সেটাও আমাদের জানা নেই।’

এ বিষয়ে আজ সোমবার মুঠোফোনে মামলার বাদী বলেন, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচাই চাই, তাই মামলা করেছিল। নিহত ব্যক্তির পরিবারের লোকজনসহ ছাত্র-জনতার আন্দোলনের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সহিত আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ