রাজধানীতে ভারী বৃষ্টি, আজ কোথায় কতটা হতে পারে
Published: 4th, August 2025 GMT
রাজধানী ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই মেঘলা। গতকাল রোববার রাতে বৃষ্টি হয়েছে মুষলধারে। বৃষ্টি এখনো হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর কোনো কোনো স্থানে সাময়িক জলজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। টানা হবে না। আবার একপর্যায়ে কমে যাওয়ারও সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়।
আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাতের টানা বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকার সড়কে পানি জমে গেছেউৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ার শিবগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিহত দুজন হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং তার সহকারী ইমরান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, রংপুরগামী আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এনাম/রফিক