দীর্ঘ সময় ইনজুরির সাথে লড়াই করে, সমালোচনার বৃত্তে বন্দি হয়ে যেন খেই হারিয়ে ফেলেছিলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। এক সময় যিনি ছিলেন মাঠের রাজপুত্র, তার পায়ের জাদু যেন ধুলোয় লুকিয়ে পড়েছিল। ঘরের মাঠেও সমর্থকদের অসন্তোষ, প্রিয় ক্লাব সান্তোসে ফিরেও মুখোমুখি হতে হয়েছিল বিদ্রুপের। কিন্তু শেষমেশ ফুটবলই জানিয়ে দিলো নেইমার এখনও শেষ হয়ে যাননি।

সান্তোসের জার্সিতে জুভেন্টুদের বিপক্ষে সোমবার (০৪ আগস্ট) রাতে মাঠে নামেন তিনি। আর সেই ম্যাচেই নিজের চেনা ছন্দে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পুরো ম্যাচজুড়ে আত্মবিশ্বাসী খেলা, দারুণ নিয়ন্ত্রণ, আর দীর্ঘ সময় পর একটি ম্যাচে দুইটি গোল করে আবারও খবরের শিরোনামে উঠে এলেন নেইমার।

প্রথম গোলটি আসে ম্যাচের ৩৬ মিনিটে। ডিফেন্স চিরে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁতভাবে জালে পাঠান বল। যা সান্তোসকে এনে দেয় লিড। এরপর মাত্র তিন মিনিটের মাথায় আলভারো ব্যারেল দ্বিতীয় গোলটি করেন। যা আরও মজবুত করে সান্তোসের নিয়ন্ত্রণ।

আরো পড়ুন:

টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি

তবে বিরতির ঠিক আগে, কর্নার থেকে একটি হেডে গোল করে ব্যবধান কমায় জুভেন্টুদের উইলকার অ্যাঞ্জেল। দ্বিতীয়ার্ধে সামান্য চাপে পড়ে সান্তোস। কিন্তু নেইমারের ক্লাস আলাদা। ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে পাওয়া পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। নিখুঁত শটে জালে বল জড়ান। নিশ্চিত করেন দলের ৩-১ ব্যবধানের জয়।

এই ম্যাচ শুধু জয়ই এনে দেয়নি সান্তোসকে। বরং নেইমারের জন্য ছিল এক বিশেষ পুনর্জন্ম। টানা পাঁচ ম্যাচে খেলেছেন, যা ২০২২ সালের পর প্রথম। আর একটি ম্যাচে দুটি গোল, এমন কীর্তি তিনি এর আগে করেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে।

নেইমারের এই প্রত্যাবর্তন কেবল মাঠেই নয়, মন জয় করেছে সমর্থকদেরও। তারা স্বপ্ন দেখতে শুরু করেছেন- পুরনো নেইমার আবার ফিরবেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ