আনন্দ মিছিলে যোগ দেওয়া হলো না যুবদল নেতা মোস্তাকের
Published: 5th, August 2025 GMT
গাজীপুরের কাপাসিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫)। মিছিল শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে অসুস্থ হয়ে পড়েন মোস্তাক। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। পেশায় পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদ স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩
কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, “বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কাপাসিয়ায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়। টোক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মোস্তাক মিছিলে অংশ নিতে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে আসেন। মিছিল শুরু হওয়ার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”
তিনি আরো বলেন, “সঙ্গে থাকা নেতাকর্মীরা মোস্তাককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ততক্ষণে সব শেষ।”
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তাক আহমেদের মৃত্যু হয়।”
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ম স ত ক আহম দ আনন দ ম ছ ল য বদল উপজ ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫