বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা ও গজারিয়া নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য দুই শিশুর সন্ধানে আজ বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

গতকাল দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দুটি পৃথক স্থানে ওই তিন শিশু পানিতে ডুবে যায়। তাদের মধ্যে আবিদা ইসলাম (৬) নামে এক শিশুর লাশ গতকাল বেলা তিনটার দিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। সে চরএককরিয়া ইউনিয়নের কোলচর এলাকার বাদশা দেওয়ানের মেয়ে এবং স্থানীয় শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

আবিদার বড় বোন আয়েশা বেগম বলেন, ‘আবিদা সব সময় আমাদের সঙ্গে গজারিয়া নদীতে গোসল করত। কিন্তু মঙ্গলবার সবার অগোচরে একা একা গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে খবর দেন। ততক্ষণে ও আর বেঁচে ছিল না।’

নিখোঁজ অপর দুই শিশু হলো উত্তর দাদপুরচর এলাকার আবদুর রশীদ দেওয়ানের ছেলে তাহসিন দেওয়ান (৬) ও শহিদ বিশ্বাসের ছেলে রেজাউল করিম (৭)। তারা স্থানীয় কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

রেজাউলের মা রুমানা বেগম বলেন, ‘পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুরে বাড়ি আসে রেজাউল। এরপর নদীতে গোসল করতে গিয়েছিল। আমি থালায় ভাত নিয়ে অপেক্ষায় ছিলাম। অনেকক্ষণ পরও না আসায় খুঁজতে বের হই। তখন শুনি নদীতে ডুবে গেছে আমার সোনা।’

মেহেন্দীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলী আশরাফ জানান, গতকাল বেলা ৩টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং বরিশাল থেকে ডুবুরি দলকে তলব করেন। তাঁর ধারণা, শিশুরা সাঁতার না জানায় নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যায়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ শিশুদের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু

রূপগঞ্জ উপজেলা মানবতার ডাকে এক হোক রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০ টায় তারাব পৌর অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আহবায়ক সেভ দ্য রূপগঞ্জ এড. আব্দুল কুদ্দুছ এবং সেভ দ্য রূপগঞ্জ আহবায়ক কমিটির সদস্য শহিদুল্লা গাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। 

প্রধান অতিথি বলেন,আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেভ দ্য রূপগঞ্জ শুধু একটি নাম নয়, এটি একটি অঙ্গীকার।

আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য এক হই এবং রূপগঞ্জকে একটি উন্নত ও মানবিক রূপে গড়ে তুলি।

প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ রাশিদুন নবী খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজকোর্টের পি,পি এড. আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম,পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে চেয়ারম্যান আবুল হোসেন, সি.টি.ব্যবস্থাপক ফামাসিষ্ট ইউসুফ চৌধুরী,সাবিক ব্যবস্থাপনায় আলহাজ্ব আঃ মতিন,ড.আবু হানিফ, মাহমুদ খান,প্রভাষক মোঃ মিয়াজ উদ্দিনসহ অনেকে।

সম্পর্কিত নিবন্ধ