কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মাদ তালেবুর রহমান।

‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.

জাহাঙ্গীর আলম ব্যাপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো, মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

আরো পড়ুন:

আবু সাঈদ হত্যা মামলা: সাবেক উপাচার্যসহ ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম

এছাড়াও পড়ুন:

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে, সেনা সদরে তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। 

সেনাবাহিনী প্রধান, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ