‘সাইয়ারা’র পর আলোচনায় ‘ধড়ক ২’, গড়ছে নতুন রেকর্ড
Published: 9th, August 2025 GMT
১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা সিনেমা ‘ধড়ক ২’। শাজিয়া ইকবাল পরিচালিত সিনেমাটি বক্স অফিসে প্রথম দিন খুব একটা ব্যবসা করেনি। সাড়ে তিন কোটি রুপির কিছু বেশি আয় করছে। কিন্তু এরপরও সমালোচক থেকে শুরু করে অনেক সাধারণ দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন সিনেমাটি নিয়ে। অনেক বিশ্লেষক মনে করছেন, এ সিনেমাটি নিয়েও ‘সাইয়ারা’র মতো আলোচনা হতে পারে। এদিকে এক সপ্তাহ পর ‘ধড়ক’ ছবিটির ব্যবসা চাঙা হয়েছে; গড়ছে একের পর এক রেকর্ডও। খবর হিন্দুস্তান টাইমসের
চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ধড়ক ২’ বৃহস্পতিবার পর্যন্ত ১৬.
যত রেকর্ড
শাজিয়া ইকবাল পরিচালিত রোমান্টিক থ্রিলারটি এখন সিদ্ধান্ত চতুর্বেদীর সর্বোচ্চ আয়কারী সিনেমা। সিদ্ধান্তর আরও বেশি আয় করা সিনেমা আছে বটে, কিন্তু সেগুলোর কোনোটিতেই তিনি প্রধান চরিত্রে ছিলেন না। সিদ্ধান্তের ‘বান্টি অউর বাবলি ২’ (১২.৫০ কোটি রুপি), ‘ফোন ভূত’ (১৪.০১ কোটি রুপি) ও ‘ইয়ুধরা’র (১১.৩১ কোটি রুপি) আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধড়ক-২’।
‘ধড়ক ২’–এ ৪০ কোটি রুপি ব্যয় করা হয়েছে। ছবিটি এখনও তার খরচ তুলতে পারেনি। তবে মনে করা হচ্ছে আরও কিছুদিন চললে ছবিটি তার খরচ তুলে আনতে পারবে।
‘ধড়ক ২’ সিনেমাটি আলোচিত তামিল সিনেমা ‘পারিয়েরুম পেরুমাল’-এর হিন্দি রিমেক। মুক্তির পর সমালোচকদের প্রশংসাও পেয়েছে সিনেমাটি। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া লিখেছে, ‘শাজিয়া ইকবালের রিমেকটি জাতবৈষম্যবিরোধী গল্প বলার ধারায় একটি সাহসী সংযোজন।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।
ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।