যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার নভোচারী ছিলেন। মহাকাশে গিয়েছিলেন একাধিকবার। ‘অ্যাপোলো–১৩’ নামের মহাকাশ অভিযানে চাঁদে পা রাখার কথা ছিল। লক্ষ্যের কাছাকাছিও গিয়েছিলেন। তবে দুর্ঘটনার কবলে পড়ে ফিরতে হয়েছিল পৃথিবীতে। তিনি জিম লোভেল। গত বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে মৃত্যু হয়েছে মার্কিন মহাকাশ গবেষণার খ্যাতনামা এই চরিত্রের।

জিম লোভেলের মৃত্যু নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে নাসা। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের লেক ফরেস্ট এলাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন লোভেল।

লোভেলের জন্ম ওহাইও অঙ্গরাজ্যে—১৯২৮ সালের ২৫ মার্চ। ১৯৬২ সালে নাসায় নভোচারী হিসেবে যোগ দেন তিনি। ‘জেমিনি–৭’, ‘জেমিনি–১২’ ও ‘অ্যাপোলো–৮’ মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ অভিযানে প্রথম চাঁদের কক্ষপথে গিয়েছিল মানুষ। তবে লোভেলকে আলাদাভাবে বিখ্যাত করে তুলেছিল অ্যাপোলো–১৩ অভিযান। সে এক শ্বাসরুদ্ধকর ঘটনা।

চাঁদের পৃষ্ঠে মানুষের প্রথম পা পড়েছিল ‘অ্যাপোলো–১১’ অভিযানের মাধ্যমে। ১৯৭০ সালে অ্যাপোলো–১৩ অভিযানে তৃতীয়বারের মতো মানুষের চাঁদে যাওয়ার কথা ছিল। ওই অভিযানে লোভেলের সঙ্গে ছিলেন আরও দুই নভোচারী—জন সুইগার্ট ও ফ্রেড হাইস। পৃথিবী থেকে যখন তাঁরা ৩ লাখ ২২ হাজার কিলোমিটার দূরে, তখনই ঘটে এক দুর্ঘটনা। মহাকাশযানের একটি অক্সিজেন ট্যাংক ফেটে যায়।

বিষয়টি সঙ্গে সঙ্গে পৃথিবীতে নিয়ন্ত্রণকক্ষে জানান লোভেল। ট্যাংকে বিস্ফোরণের কারণে মহাকাশযানের বড় ক্ষতি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় অভিযান বাতিল করার। অত্যন্ত ঝুঁকির মুখে জিম লোভেল ও নাসার কর্মকর্তাদের দক্ষতায় শেষ পর্যন্ত তিন দিন পর প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে মহাকাশযানটি। অ্যাপোলো–১৩ অভিযানকে বলা হয় ‘সাকসেসফুল ফেইলর’। অর্থাৎ, যে ব্যর্থতার মধ্যে ছিল সফলতা।

সে বছরই যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন জিম লোভেল। এর ২৫ বছর পর অ্যাপোলো–১৩ অভিযান নিয়ে ১৯৯৫ সালে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। অ্যাপোলো–১৩ নামে ওই চলচ্চিত্রে লোভেলের চরিত্রে অভিনয় করেছিলেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাংকস। লোভেলের মৃত্যুর পর গতকাল শুক্রবার হ্যাংকস বলেন, ‘কিছু মানুষ সাহস দেখাতে জানেন। স্বপ্ন দেখতে জানেন। তাঁরা মানুষকে এমন জায়গায় নিয়ে যান, যেখানে আমরা একাকী যেতে পারি না।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মামুন মাহমুদের সাথে ঢাবি হল শাখা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জের নেতাদের শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে ঢাবি ছাত্রদলের নবগঠিত হল কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জে নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করেছেন। 

শনিবার (৯ আগস্ট) রাত ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ন আহ্ববায়ক ইয়াসিন আরাফাত, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম পান্থ ও তরিকুল ইসলাম তারেক, 

মুজিব হলের যুগ্ন আহবায়ক হেদায়েত উল্লাহ আবীর।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, মোঃ আবুল কাশেম, রিয়াজ উদ্দিন।

শুভেচ্ছা বিনিময়ের সময়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেধাভিত্তিক তারুণ্য নির্ভর আগামীর  বাংলাদেশের ভাবনার বিষয়টি স্মরণ করিয়ে দেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ঐতিহাসিক ভুমিকা ও ত্যাগের কথাও তিনি স্মরণ করে তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানান।

ঢাবি ছাত্রদলের নারায়ণগঞ্জে বসবাসকারী সকলের যেকোনো প্রয়োজনে তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানান অধ্যাপক মামুন মাহমুদ।

সম্পর্কিত নিবন্ধ